নির্দেশ উপেক্ষা করে চলছে ইটভাটা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
শেয়ার
নির্দেশ উপেক্ষা করে চলছে ইটভাটা

মনোহরদীর গোতাশিয়া ইউনিয়নের আকানগর এলাকায় ফসলি জমির পাশে একেএফ নামের একটি ইটভাটা স্থাপন করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পরও চলছে এই অবৈধ ইটভাটা। গত ৬ ফেব্রুয়ারি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়ার নেতৃত্বে এখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ইটভাটা কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র দেখাতে না পারায় দেড় লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় সাত দিনের মধ্যে প্রয়োজনীয় সব কাগজপত্র ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছিল। স্থানীয় লোকজনের অভিযোগ, লোক-দেখানো অভিযানের পর প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ ইটভাটাগুলো কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একেএফ ইটভাটা কর্তৃপক্ষ রুবেল ভূঁইয়া বলেন, প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এই মুহূর্তে কাগজপত্র করা সম্ভব নয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

মন্তব্য

সম্পর্কিত খবর

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

ফেসবুকে মন্তব্য করাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১০ নেতাকর্মী আহত হয়েছেন। উপজেলার হায়দারগঞ্জ বাজার এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন লিটন হাওলাদার, হোসেন মাতবর, কাশেম বেপারী, মোস্তফা, মো. হেলাল, মো. কাউছার, ইসারুল্লা, মুর্তজা মাহি ও জয়নাল।

স্থানীয় বিএনপির তিন নেতা জানান, ফেসবুকে একটি পোস্টে মন্তব্য করাকে কেন্দ্র করে উত্তর চর আবাবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল বাছেদ হাওলাদার ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সরদারের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। মিজানুর রহমান সরদার বলেন, হাওলাদার পরিবার (বিএনপি নেতা বাছেদ হাওলাদার) আওয়ামী লীগের সময়ও সুবিধা নিত, এখন বিএনপির সময়ও সুবিধা নিচ্ছে, ফেসবুকে এ ধরনের একটি পোস্টকে কেন্দ্র করে আমাদের লোকজনের ওপর হামলা করেছে। এ বিষয়ে বিএনপি নেতা আবুল বাছেদ হাওলাদারের বক্তব্য জানা যায়নি।

 

মন্তব্য

মেছো বিড়াল হত্যার দায়ে গ্রেপ্তার ১

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
শেয়ার
মেছো বিড়াল হত্যার দায়ে গ্রেপ্তার ১

দামুড়হুদায় বিপন্ন প্রজাতির একটি মেছো বিড়াল হত্যার অভিযোগে তিনজনের নামে বন বিভাগ গতকাল শনিবার দর্শনা থানায় মামলা করেছে। পরে পুলিশ আলমগীরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আলমগীর উপজেলার ধান্যঘরা গ্রামের বটতলা পাড়ার মৃত সহিদুল ইসলামের ছেলে। অন্য দুজন মিন্টু ও সাইফুল ইসলাম পালাতক।

কুড়ালগাছি ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, ধান্যঘরা গ্রামে আলমগীর ফকিরের বাড়ির সঙ্গে একটি ধানক্ষেত আছে। শুক্রবার দুপুরে তিনি টেঁটা নিয়ে ধানক্ষেতে মেছো বিড়ালটি দেখে টেঁটাবিদ্ধ করে রাস্তার ওপর নিয়ে আসে। দীর্ঘ সময় টেঁটাবিদ্ধ থাকায় বিড়ালটি মারা যায়।

 

মন্তব্য

অস্ত্রসহ সুমন বাহিনীর পাঁচ সদস্য আটক

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট প্রতিনিধি
শেয়ার
অস্ত্রসহ সুমন বাহিনীর পাঁচ সদস্য আটক

জাহাজে চুরির প্রস্তুতির সময় শুক্রবার (২১ মার্চ) বিকেলে বাগেরহাটের মোংলায় সুন্দরবন সংলগ্ন ভদ্রা নদী থেকে কুখ্যাত সুমন বাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছেন কোস্ট গার্ড সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে ১২টি বিভিন্ন ধরনের দেশি অস্ত্র, ৯ পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের পক্ষ থেকে গতকাল শনিবার এই তথ্য জানানো হয়েছে। আটকৃতরা হলেন মো. জনি, মো. আলিরাজ, স্বপন মুন্সি, মো. আজিম ও মো. মেজবাহ।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি বাণিজ্যিক জাহাজে চুরির উদ্দেশে মোংলা থেকে সুমন বাহিনীর পাঁচ সদস্য হারবারিয়ার উদ্দেশে যাচ্ছে এমনখবর পেয়ে কোস্ট গার্ডের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোট তল্লাশি করে অস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়।

মন্তব্য

চাচা-ভাতিজা হত্যায় তিনজন গ্রেপ্তার

সিরাজগঞ্জ ও রায়গঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ ও রায়গঞ্জ প্রতিনিধি
শেয়ার
চাচা-ভাতিজা হত্যায় তিনজন গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চাচা-ভাতিজাকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শনিবার সকালে র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বৈকুণ্ঠপুর গ্রামের রবিউল ইসলাম (২৫), আবু হানিফ (২৪) ও আব্দুর ফেরদৌস সেখ (১৮)। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার সকালে বৈকুণ্ঠপুর গ্রাম থেকে চাচা-ভাতিজা হত্যায় জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

রাতে তাঁদের রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এরপর রাতেই সিরাজগঞ্জ ডিবি পুলিশ তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বলে জানান রায়গঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান। প্রসঙ্গত, ১৬ মার্চ রাতে নির্মাণশ্রমিক রিয়াজ উদ্দিন সেখ ও হৃদয় সেখ (১৮) নিখোঁজ হন। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা।
২০ মার্চ একটি সেতুর নিচ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ