ভালুকায় জুয়ার আসর থেকে ১১ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। ভালুকা মডেল থানা পুলিশ গত শনিবার গভীর রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের লবণকোঠা গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়ির একটি আসর থেকে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামাল উদ্দিন (৫০), সাইদুল ইসলাম (৪০), ইসলাইল মিয়া (৩৫), জামাল মিয়া (৪০), হিরন মিয়া (৩৫), সোহেল মিয়া (৩০), জয়নাল মিয়া (৪০), বাবুল মিয়া (৫৫), সুজন মিয়া (৫০), ইমাম আলী (৫০) ও বোরহান মিয়া (৪৯)। একই সময় টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।