নাটোরে জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ছাত্র-জনতার মধ্যে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ৯১ জনকে স্বাস্থ্য কার্ড বিতরণ করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির ১ নম্বর সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ওবায়দুল্লাহ (মীম), যুগ্ম আহ্বায়ক শিশির মাহমুদ, যুগ্ম সদস্যসচিব ইমাম হোসেন প্রমুখ।
ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন বলেন, ‘জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার অবদানের কারণে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি।