গোপালগঞ্জের কাশিয়ানীর ওড়াকান্দিতে বারুণী স্নানোৎসব ও মেলা অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে এই স্নানোৎসব হয়ে আসছে প্রায় ২০০ বছর আগে থেকে। এ বছর শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৪তম জন্মতিথি। এই জন্মতিথি উপলক্ষে তিন দিনব্যাপী এই স্নানোৎসব ও মেলা চলবে।
বুধবার (২৬ মার্চ) রাত ১১টায় শুরু হবে এই স্নান। চলবে পরের দিন বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ৯টা পর্যন্ত। মেলা চলবে পরের দিন শুক্রবার (২৮ মার্চ) বিকেল পর্যন্ত।
এ বছর ২৭ মার্চ বৃহস্পতিবার ব্রহ্মমুহূর্তে বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহাসংঘাদিপতি শ্রীমতি সীমাদেবী ঠাকুর মঙ্গলপ্রদীপ প্রজ্বলন ও কামনা সাগরে স্নান করে উৎসবের উদ্বোধন করবেন।
প্রতিবছরের মতো এবারও পাপ থেকে মুক্তি ও পুণ্য লাভের আশায় বিভিন্ন জেলা ছাড়াও ভারত, নেপালসহ অন্য দেশ থেকে ১০ লক্ষাধিক পুণ্যার্থী অংশ নেবেন এই স্নান উৎসবে।