ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যাওয়া শুরু করেছে মানুষ। দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বেড়েছে টোল আদায়ে টাকার পরিমাণ। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে দুই কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা টোল আদায় করেছে কর্তৃপক্ষ।
২৯ হাজার ২৩৩টি যানবাহন পারাপার হয়েছে। বুধবার (২৪ মার্চ) যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল তথ্যটি জানান।
তিনি বলেন, টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব অংশে ১৫ হাজার ৩৫৪টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে এক কোটি ২৭ লাখ ৭৯ হাজার ১০০ টাকা এবং সিরাজগঞ্জ সেতু পশ্চিম অংশে ১৩ হাজার ৮৭৯টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে এক কোটি ২৯ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা।