৩৪ বছর ইমামতি করে ঘোড়ার গাড়িতে রাজকীয়ভাবে বাড়িতে ফিরলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নতুন কহেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাজাহান খান। গত মঙ্গলবার তাঁর বিদায় সফরে সঙ্গী হিসেবে যুক্ত হয় অর্ধশতাধিক মোটরসাইকেল। হাত নেড়ে ইমামের কর্মজীবনের শেষ বিদায় জানায় গ্রামবাসী।
এর আগে ওই ইমামকে গ্রামবাসীর উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়।
বিদায়বেলায় ইমামকে ফুল ছিটিয়ে এবং ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানায় এলাকাবাসী। ইমাম শাজাহান খানকে গ্রামবাসী ৯ লাখ ৩০০ টাকার চেক তুলে দেয়।
এ সময় ইমামকে বিদায় জানাতে নতুন কহেলা গ্রাম ছাড়াও আশপাশের গ্রামের লোকজন মসজিদের সামনে ভিড় জমায়। মাওলানা শাজাহান খান এ উপজেলার বানাইল ইউনিয়নের দেওড়া গ্রামের মৃত কুরবান আলীর ছেলে।
তিনি দুই ছেলে ও দুই কন্যা সন্তানের জনক।
জানা গেছে, মাওলানা শাজাহান ঢাকার লালবাগের একটি মাদরাসা থেকে মাওলানা পাস করেন। ১৯৯১ সালে ৬০০ টাকা বেতনে উপজেলার ওয়ার্শী ইউনিয়নের নতুন কহেলা জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে যোগদান করেন। চাকরির শেষ সময়ে তাঁর বেতন ছিল ১৭ হাজার ৫০০ টাকা।