বগুড়ার ‘মিনি জাফলং’খ্যাত নতুন একটি দর্শনীয় স্থান। সেই জাফলংয়ে গতকাল শুক্রবার গোসল করতে নেমে প্রাণ গেল আবু সাদাত ইকবাল নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর।
জেলার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা গ্রাম। ওই গ্রামটির মধ্য দিয়েই বহমান বাঙ্গালী নদী।
বগুড়ার ‘মিনি জাফলং’খ্যাত নতুন একটি দর্শনীয় স্থান। সেই জাফলংয়ে গতকাল শুক্রবার গোসল করতে নেমে প্রাণ গেল আবু সাদাত ইকবাল নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর।
জেলার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা গ্রাম। ওই গ্রামটির মধ্য দিয়েই বহমান বাঙ্গালী নদী।
নদীর জলধারায় স্নানোৎসবে মেতে উঠেছে নানা বয়সী মানুষ। প্রতিদিনই এখানে ভ্রমণপিপাসুদের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে।
সম্পর্কিত খবর
শেরপুরে পাহাড়ি জনপদ, নদ-নদী, পাহাড় সুরক্ষায় বালুখেকোদের নিবৃত্ত করতে এবার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সব বালুমহাল বিলুপ্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন। গত মঙ্গলবার জেলা প্রশাসক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ ব্যাপারে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, ‘আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করেছি। এরই মধ্যে দুটি উপজেলার নদী-পাহাড় রক্ষার্থে বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে বালুমহাল বিলুপ্ত করা হয়েছে।
ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার সন্ধ্যা ৭ থেকে ১০টা পর্যন্ত উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
চট্টগ্রামে রেলওয়ের জায়গা দখল করে গড়ে তোলা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসব স্থাপনা উচ্ছেদ করে প্রায় দেড় একর জায়গা উদ্ধার করেছে পূর্বাঞ্চল রেলওয়ে। গতকাল বৃহস্পতিবার এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা।
সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি ৪৮ ব্যাটালিয়ন। চোরাইপণ্যের মধ্যে রয়েছে ওষুধ, খাদ্যদ্রব্য, কাপড়, সালফার, মাদকদ্রব্য। গতকাল বৃহস্পতিবার ভোর পর্যন্ত এসব অভিযান চালানো হয়। বিজিবি জানিয়েছে, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, বিছনাকান্দি, উত্মা লবিয়া, কারাইরাগ, সোনালীচেলা, সংগ্রাম, তামাবিল এবং প্রতাপপুর বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, চিনি, সাবান, পাথর, মাল্টা, আঙ্গুর, নারকেল, চকোলেটসহ ৯৫ লাখ ৩৩০ টাকার পণ্য জব্দ করা হয়।