সিলেট নগরের শেখঘাট এলাকা থেকে লাবিবা তানহা (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার ভোরে শেখঘাট সরকারি কলোনির বিপরীতের একটি বাসার গলি থেকে টেলিফোনের তারে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। লাবিবা শেখঘাট এলাকার মৃত মুজিবুর রহমানের মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে মোবাইল ফোন ব্যবহার করা নিয়ে লাবিবাকে বকা দেন তার মা।