গত তিন মাসে রাজবাড়ী জেলা থেকে হারানো ৯৪টি মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকালে রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন মালিকদের হাতে ফোনগুলো তুলে দেন। প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমরা শুধু আইন-শৃঙ্খলা রক্ষা করি না, পাশাপাশি হারানো মোবাইল উদ্ধারে এবং সাইবার ক্রাইম মনিটরিং করেও কাজ করে যাচ্ছি। রাজবাড়ী জেলার প্রতিটি থানায় মোবাইল হারানোর জিডি, বিকাশ প্রতারণা এবং ফেসবুকসংক্রান্ত নানা অভিযোগ জমা পড়ছে।