বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের ১১তম প্রয়াণ দিবস আজ । ২০১৪ সালের আজকের দিনে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। বাংলাদেশের পাবনায় জন্ম নেওয়া এই অভিনেত্রীর মৃত্যুদিনটি নিয়ে করা হয়েছে নানা আয়োজন। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় পাবনা শহরের হেমাসাগর লেনে সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করবেন পাবনা জেলা প্রশাসন, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদসহ পাবনার বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিককর্মীরা।