তিন ভাষার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে

মাতৃভাষার চলচ্চিত্র উৎসব

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
মাতৃভাষার চলচ্চিত্র উৎসব
ম্রো ভাষার প্রথম ছবি ‘ক্লোবাং ম্রো’র দৃশ্য

ম্রো, বম ও খেয়াং ভাষার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে আজ থেকে শুরু হচ্ছে মাতৃভাষার চলচ্চিত্র উৎসব ২০২৫। বিকেল ৩টায় ধানমণ্ডির ভিনটেজ কনভেনশন হলে উৎসবের উদ্বোধন করবেন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

বাংলাদেশে বহু ভাষাভাষী মানুষের বাস। শুধু পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়ই বসবাস করে ১১টি জাতিগোষ্ঠীর মানুষ, যাদের রয়েছে স্বতন্ত্র ভাষা ও সংস্কৃতি।

কিন্তু চাকমা, মারমা, ত্রিপুরা ছাড়া পাহাড়ের অন্য নৃগোষ্ঠীগুলোর ভাষায় চলচ্চিত্র নির্মাণের ইতিহাস খুব কম। গত ৫ ফেব্রুয়ারি ম্রো ভাষায় নির্মিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্লোবাং ম্রো বা গিরিকুসুমের খবর ছাপা হয়েছিল কালের কণ্ঠের রংবেরং-এ। এর পাশাপাশি এবার বম ও খেয়াং ভাষায়ও নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। খেয়াং ভাষার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম খেতসু বা প্রেয়সী।
বম ভাষার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুনখাত দুত হেন। বাংলা নাম বন্ধন। তিনটি চলচ্চিত্রেরই নির্মাতা প্রদীপ ঘোষ। প্রযোজক ডা. মং উষা থোয়াই।

উৎসবে মোট ১৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে চাকমা, মারমা, ম্রো, বম, গারো ভাষায় নির্মিত চলচ্চিত্র রয়েছে। বাংলা ভাষায় নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশ সিনেমা ও টেলিভিশন ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নির্মিত রক্তকরবীর খোঁজে নন্দিনী, রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্ট মাস্টার গল্প অবলম্বনে নূর আবসার প্রযোজিত ও শাঁওলি মজুমদার পরিচালিত চলচ্চিত্র ঘরে ফেরা, মৃত্তিকা রাশেদের কালারস অব হোপ, নজমুল মুহাম্মদের নেকলেস, এস এম শাফিনুর আলমের আচিক ঐক্য, রাশেদুল ইসলাম রনির নো ল্যান্ডস টক, মোবারক হোসেনের পৈতৃক ভিটা, ফিদেল দ্রং-এর ছাতা এবং পার্থ ফোলিয়া পরিচালিত আরও কিছু দিন

সবার জন্য উন্মুক্ত এই উৎসব শেষ হবে আগামীকাল [২৪ ফেব্রুয়ারি] রাত ৯টায়।

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

দেলুলু এক্সপ্রেস

শেয়ার
দেলুলু এক্সপ্রেস
জাকির খান

বৃহস্পতিবার অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে স্ট্যান্ডআপ কমেডিয়ান জাকির খানের নতুন এই শো । জাকিরের স্বভাভসুলভ হাস্যরসের ভক্ত অনেকেই। ভারতের ইন্দোরে জন্ম নেওয়া এই কমেডিয়ান তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা যে তরিকায় ব্যক্ত করেন, তা শুনে না হেসে পারা যায় না। তিনি উঠে এসেছেন ইউটিউব থেকে।

দেলুলু এক্সপ্রেস-এর আগে সনিতে আপকা আপনা জাকির শো করে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন।

 

 

মন্তব্য
চলচ্চিত্র

নিয়তি

শেয়ার
নিয়তি
‘নিয়তি’ ছবিতে আরিফিন শুভ ও ফাল্গুনী রহমান জলি

অভিনয়ে আরিফিন শুভ, ফাল্গুনী রহমান জলি, মৌসুমী সাহা। পরিচালনা জাকির হোসেন রাজু। সকাল ৯টা, এনটিভি।

গল্পসূত্র : শুভ্র গ্রুপ অব কম্পানির উত্তরাধিকারী শুভ্র চৌধুরীর গাড়ির কাচ ভেঙে পালিয়ে যেতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে শহরের এক কৃপণ ব্যবসায়ীর মেয়ে মিলা।

ক্ষতিপূরণ হিসেবে মিলার কাছে পঞ্চাশ হাজার টাকা চায় শুভ্র। মিলার বাবা এতই কৃপণ যে এই টাকা কিছুতেই দেবে না। বাধ্য হয়ে এক মাস শুভ্রর গাড়ির ড্রাইভার হিসেবে কাজ করতে রাজি হয় মিলা। হাস্যরসের মধ্য দিয়ে গল্প এগোলেও দ্রুতই গল্পের মোড় ঘুরে যায় দর্শককে স্তব্ধ করে দেওয়ার মতো একটি ঘটনায়।

 

প্রাসঙ্গিক
মন্তব্য

টিভি হাইলাইটস

শেয়ার
টিভি হাইলাইটস
‘দীপ্ত স্টার হান্ট’ অনুষ্ঠানে অতিথি ও প্রতিযোগীরা

দীপ্ত স্টার হান্ট

দীপ্ত টিভিতে প্রতি শুক্র ও শনিবার রাত ১০টায় প্রচারিত হয় রিয়ালিটি শো দীপ্ত স্টার হান্ট। শোবিজের জন্য নতুন অভিনয়শিল্পী খোঁজার এই শোর টেরিফিক টোয়েন্টির পর্ব চলছে। মূল বিচারক তারিক আনাম খান, শিহাব শাহীন ও রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে আজকের পর্বের অতিথি প্রার্থনা ফারদিন দীঘি। সঞ্চালনায় ইসমাত জেরিন চৈতি।

লাফটার শেফ

রান্নাবান্নার সঙ্গে হাসি-ঠাট্টা, এই নিয়ে কালারসের শো লাফটার শেফসসিজন ২। শোবিজের পরিচিত ৬ দম্পতি নিয়ে এই শো। আছেন কাশ্মীরা শাহ-ক্রুষ্ণা অভিষেক, অঙ্কিতা লোখান্ডে-ভিকি জৈন, সুদেশ লেহরি-মান্নারা চোপড়া, রাহুল ভেদ্য-রুবিনা দম্পতি। বিচারক হারপাল সিং সখি, সঞ্চালনা ভারতি সিং।

দেখা যাচ্ছে শনি ও রবিবার রাত ১০টায়।

 

মন্তব্য

হৃতিকের পরিচালনায় কৃশ

রংবেরং ডেস্ক
রংবেরং ডেস্ক
শেয়ার
হৃতিকের পরিচালনায় কৃশ
হৃতিক রোশন

কৃশকে বলিউডের সবচেয়ে জনপ্রিয় সুপারহিরো বললে ভুল হবে না। এ ফ্র্যাঞ্চাইজির তিনটি ছবি এর আগে মুক্তি পেয়েছে, সবই হয়েছে সফল ও দর্শকনন্দিত। অনেক দিন ধরে দর্শক অপেক্ষায়, কবে আসবে কৃশ ৪। নির্মাতা রাকেশ রোশন ঘোষণাও দিয়েছিলেন।

তবে বাজেট সংকট ও পরিচালক জটিলতায় আটকে ছিল ছবির কাজ। অগত্যা হাল ধরলেন পর্দার কৃশ তথা হৃতিক রোশন নিজেই। নতুন ছবিটি পরিচালনা করবেন তিনি। এর মধ্য দিয়ে পরিচালনায় অভিষেক হবে বলিউডের গ্রিক গড-এর।
আর প্রযোজনায় যুক্ত হয়েছেন যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়া।

খবরটি নিশ্চিত করে হৃতিকের বাবা রাকেশ রোশন ভ্যারাইটিকে বলেন, আমি কৃশ ৪ নির্মাণের দায়িত্ব পুত্র হৃতিকের হাতে দিচ্ছি। এই ফ্র্যাঞ্চাইজির শুরু থেকেই ও আমার সঙ্গে স্বপ্ন বুনে চলেছে। কৃশের নতুন অধ্যায় দর্শকের সামনে সময়োপযোগী করে তুলে ধরতে হৃতিক খুব আগ্রহী।

ওকে পরিচালকের আসনে দেখার অপেক্ষা সইছে না। বর্তমানে ছবিটির প্রি-প্রোডাকশন চলছে। আগামী বছরের প্রথমদিকে শুরু হবে ছবির শুটিং।

মন্তব্য

সর্বশেষ সংবাদ