২০২২ সালে মুক্তি পেয়েছিল নীরাজ পাণ্ডের প্রশংসিত সিরিজ ‘খাকি : দ্য বিহার চ্যাপ্টার’। তিন বছর পর নতুন অধ্যায় নিয়ে এলেন নির্মাতা। আজ নেটফ্লিক্সে এসেছে ‘খাকি : দ্য বেঙ্গল চ্যাপ্টার’। কলকাতার সন্ত্রাস দমনে দায়িত্ব পায় পুলিশ অফিসার অর্জুন মৈত্র।
২০২২ সালে মুক্তি পেয়েছিল নীরাজ পাণ্ডের প্রশংসিত সিরিজ ‘খাকি : দ্য বিহার চ্যাপ্টার’। তিন বছর পর নতুন অধ্যায় নিয়ে এলেন নির্মাতা। আজ নেটফ্লিক্সে এসেছে ‘খাকি : দ্য বেঙ্গল চ্যাপ্টার’। কলকাতার সন্ত্রাস দমনে দায়িত্ব পায় পুলিশ অফিসার অর্জুন মৈত্র।
সম্পর্কিত খবর
ঈদে জিয়াউল রোশানের ছবি থাকেই, এবারের ঈদ ব্যতিক্রম। কোনো ছবি নেই অভিনেতার। আগেই রোশান জানিয়েছিলেন, অভিনয়ের পাশাপাশি ব্যবসা করবেন। সেই কথা রাখলেন, ঈদকে সামনে রেখে পুরুষদের পোশাক হাউস খুলেছেন।
জানুয়ারিতে সিনেমা হলে মুক্তি পেয়েছিল ক্রাইম থ্রিলারটির দ্বিতীয় কিস্তি। এ সপ্তাহে নেটফ্লিক্সে এসেছে ক্রিস্টিয়ান গুদেগাস্টের ছবিটি। ২০০৩ সালে অ্যান্টওয়ার্পে ঘটে ইতিহাসের সবচেয়ে বড় হীরে ডাকাতির ঘটনা। সেই ঘটনার আদলে তৈরি ছবিটিতে অভিনয় করেছেন জেরার্ড বাটলার, ও-শেনা জ্যাকসন জুনিয়র, এভিন আহমাদ, সালভাতর এসপোসিতো প্রমুখ।
অভিনয়ে আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রোশান, ফারিন খান। পরিচালনা শামীম আহমেদ রনি। সকাল ৯টা, এনটিভি
গল্পসূত্র : রাজের দাদা মৃত্যুসজ্জায়। মারা যাওয়ার আগে রাজের বাবাকে বলে যায় দুই হাজার কোটি টাকার হীরা মণি মুক্তার কথা।
তোর জন্য পাগল
রাত ৮টায় আরটিভিতে রয়েছে নির্বাচিত নাটক ‘তোর জন্য পাগল’। রচনা ইউসুফ আলী খোকন, পরিচালনা বি ইউ শুভ। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, কেয়া পায়েল প্রমুখ। তিন বছর আগে কোরবানির ঈদে প্রচারিত নাটকটি আজ আবার প্রচার করবে চ্যানেলটি।
টুমরো টুডে
ডয়েচ ভেলের বিজ্ঞান বিষয়ক ম্যাগাজি অনুষ্ঠান ‘টুমরো টুডে’, প্রচারিত হবে রাত ৮টা ৩০ মিনিটে। আজকের বিষয় জলবায়ু পরিবর্তন। ক্রমবর্ধমান উষ্ণায়নের ফলে প্রবল চাপের মুখে পৃথিবীর বাসিন্দারা। কিভাবে গ্রহটির প্রাণীরা এর সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে, এ নিয়ে গভীর অনুসন্ধান।