‘জংলি’র নতুন গান ‘বন্ধু গো শোনো’ প্রকাশিত হলো। কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন?
ব্যস্ততার মধ্যে আছি তো। সেভাবে দেখতে পারছি না। তবু যেটুকু দেখলাম, মানুষ ভালো বলছেন।
‘জংলি’র নতুন গান ‘বন্ধু গো শোনো’ প্রকাশিত হলো। কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন?
ব্যস্ততার মধ্যে আছি তো। সেভাবে দেখতে পারছি না। তবু যেটুকু দেখলাম, মানুষ ভালো বলছেন।
প্রথমবার কোনো ছবির সব কটি গান করলেন। এত দিনের ক্যারিয়ার আপনার। এই ঘটনা ঘটতে এত সময় লেগে গেল কেন?
আসলে অডিও গান নিয়ে অনেক ব্যস্ত ছিলাম।
‘প্রিয়তমা’ ছবির ‘ঈশ্বর’ গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। ‘জংলি’র কোনো গান নিয়ে সে রকম প্রত্যাশা আছে?
জনপ্রিয়তা নয়, আমি দেখি মানুষের মনে মায়া জন্মায় কি না। গান হিট হবে কি না, সেটা কখনো ভাবি না।
বাবাকে নিয়ে আপনার বিখ্যাত একটি গান আছে। ‘জংলি’তেও বাবাকে নিয়ে গান করেছেন। এটা সম্পর্কে জানতে চাই...
এই গানে কমার্শিয়াল আবেদন নেই। নিরেট বাবা-সন্তানের অনুভূতির গান। অন্য রকম একটা মায়া আছে, আদর আছে গানটাতে। এ রকম অস্থির সময়ে মা-বাবা তাঁদের সন্তানকে যেসব পরামর্শ দিতে পারেন, তেমন কিছু বিষয় ভিন্নভাবে গানটিতে তুলে ধরেছি। বলা যায়, এই প্রজন্মের জন্য বিশেষভাবে গানটি তৈরি করেছি। গেয়েছে মাহতিম শাকিব।
কয়েক দিন আগে সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুকে নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন। ঘটনাটি কী ছিল?
একটা অদ্ভুত ঘটনা। রোজা রেখে শরীর ক্লান্ত ছিল। ঘুমিয়ে পড়েছিলাম। এর মধ্যে হঠাৎ দেখি বাচ্চু ভাইয়ের কল! মনে হচ্ছিল, তিনি খুব কাছেই। স্বপ্নে তো আমরা কত কিছুই দেখি। তবে এ রকমটা আগে কখনো হয়নি। সেদিন আবার খালিদ ভাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল। সব মিলিয়ে অবচেতন মনে হয়তো তাঁদের কথা ভাবছিলাম। আসলে সবাইকেই তো মনে পড়ে। সেদিনকার ঘটনাটা তাই ফেসবুকে টুকে রেখেছি।
চাঁদরাত মানেই প্রিন্স মাহমুদের নতুন গান। তিন দশকের বেশি সময় ধরে এ ধারা অব্যাহত রেখেছেন। এবারের চাঁদরাতে গান আসবে?
হ্যাঁ, এই চাঁদরাতে আসবে ‘জংলি’ ছবির একটি বিশেষ গান। কারা গেয়েছেন, সেটা এখনই না বলি। মুক্তির আগে জানানো হবে।
কয়েক প্রজন্মের শিল্পীকে নিয়ে গান করেছেন। মাহতিম শাকিব কিংবা আলিফের মতো নবীন শিল্পীদের নিয়েও গান করছেন। তাঁদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?
সবার সঙ্গেই কাজের অভিজ্ঞতা ভালো। আমি বুঝেশুনে কাজ নিই, ফলে খুব একটা তিক্ত অভিজ্ঞতা হয় না।
টানা তিন ঈদের ছবিতে আপনার গান। কোরবানির ঈদেও কি এই ধারা অব্যাহত থাকবে?
এ নিয়ে তিনটা ঈদ খুব ভালো যাচ্ছে। গত বছরের দুই ঈদে ‘ঈশ্বর’, ‘বরবাদ’ ও ‘মা’ গানগুলো মানুষ দারুণভাবে গ্রহণ করেছেন। এই ঈদে ‘জংলি’তে চার গান। আগামী ঈদের কথা এখনই বলতে চাচ্ছি না। তবে সুস্থ থাকলে ধারাবাহিকভাবেই গান আসবে। শরীর সুস্থ না থাকলে মনও ভালো থাকে না। আর মন ভালো না থাকলে তো গান করা যায় না।
সম্পর্কিত খবর
ঈদে জিয়াউল রোশানের ছবি থাকেই, এবারের ঈদ ব্যতিক্রম। কোনো ছবি নেই অভিনেতার। আগেই রোশান জানিয়েছিলেন, অভিনয়ের পাশাপাশি ব্যবসা করবেন। সেই কথা রাখলেন, ঈদকে সামনে রেখে পুরুষদের পোশাক হাউস খুলেছেন।
জানুয়ারিতে সিনেমা হলে মুক্তি পেয়েছিল ক্রাইম থ্রিলারটির দ্বিতীয় কিস্তি। এ সপ্তাহে নেটফ্লিক্সে এসেছে ক্রিস্টিয়ান গুদেগাস্টের ছবিটি। ২০০৩ সালে অ্যান্টওয়ার্পে ঘটে ইতিহাসের সবচেয়ে বড় হীরে ডাকাতির ঘটনা। সেই ঘটনার আদলে তৈরি ছবিটিতে অভিনয় করেছেন জেরার্ড বাটলার, ও-শেনা জ্যাকসন জুনিয়র, এভিন আহমাদ, সালভাতর এসপোসিতো প্রমুখ।
অভিনয়ে আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রোশান, ফারিন খান। পরিচালনা শামীম আহমেদ রনি। সকাল ৯টা, এনটিভি
গল্পসূত্র : রাজের দাদা মৃত্যুসজ্জায়। মারা যাওয়ার আগে রাজের বাবাকে বলে যায় দুই হাজার কোটি টাকার হীরা মণি মুক্তার কথা।
তোর জন্য পাগল
রাত ৮টায় আরটিভিতে রয়েছে নির্বাচিত নাটক ‘তোর জন্য পাগল’। রচনা ইউসুফ আলী খোকন, পরিচালনা বি ইউ শুভ। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, কেয়া পায়েল প্রমুখ। তিন বছর আগে কোরবানির ঈদে প্রচারিত নাটকটি আজ আবার প্রচার করবে চ্যানেলটি।
টুমরো টুডে
ডয়েচ ভেলের বিজ্ঞান বিষয়ক ম্যাগাজি অনুষ্ঠান ‘টুমরো টুডে’, প্রচারিত হবে রাত ৮টা ৩০ মিনিটে। আজকের বিষয় জলবায়ু পরিবর্তন। ক্রমবর্ধমান উষ্ণায়নের ফলে প্রবল চাপের মুখে পৃথিবীর বাসিন্দারা। কিভাবে গ্রহটির প্রাণীরা এর সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে, এ নিয়ে গভীর অনুসন্ধান।