রূপকথার গল্প যারা ভালোবাসে, তাদের অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডরফস’-এর কথা। ১৯৩৭ সালের এই এনিমেটেড ছবির আবেদন যুগ যুগ ধরে বিস্তৃত হয়েছে। সেই পুরনো আবেগ নতুনভাবে জাগাতে চেয়েছে ওয়াল্ট ডিজনি পিকচার্স। বানিয়েছে ছবিটির নতুন সংস্করণ ‘স্নো হোয়াইট’।
২১ মার্চ মুক্তি পেয়েছে ছবিটি। এর আগে হয়েছে পেইড প্রিভিউ।
ছবিটি নিয়ে দর্শকের আকাঙ্ক্ষা ছিল বেশ। কিন্তু মুক্তির পর তার প্রভাব পড়ছে না বক্স অফিসে।
রীতিমতো ধুঁকছে ‘স্নো হোয়াইট’। তিন দিনের উইকেন্ডে ছবিটির আয় চার কোটি মার্কিন ডলার, যা প্রত্যাশার চেয়ে অনেক কম বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা। দর্শক-সমালোচকদের কাছ থেকেও মিলছে না ইতিবাচক প্রতিক্রিয়া। এর দরুন ছবির বাণিজ্যিক ভাগ্য অন্ধকার দিকেই এগোচ্ছে।
ঝুঁকি আরো প্রবল হয়েছে বাজেটের কারণে। ‘স্নো হোয়াইট’ নির্মাণে ব্যয় হয়েছে ২৭ কোটি ডলার। এর বাইরে রয়েছে প্রচারণার বিপুল ব্যয়। সব মিলে বক্স অফিসে চাপের মধ্যে পড়েছে তারকাখচিত ছবিটি। যদিও কেউ কেউ বলছেন, শনি ও রবিবার ছুটির দিনে ভালো ব্যবসা করতে পারলে ঝুঁকি এড়াতে পারবে ছবিটি।
উল্লেখ্য, ‘স্নো হোয়াইট’ নির্মাণ করেছেন মার্ক ওয়েব। নিষ্ঠুর সত্মায়ের কাছ থেকে সাম্রাজ্য রক্ষার জন্য একটি বাহিনীতে যোগ দেয় স্নো হোয়াইট। যে বাহিনীতে তার সঙ্গে আছে সাতটি বামন ও এক দস্যু। ছবির নাম ভূমিকায় আছেন র্যাচেল জেগলার। আরো অভিনয় করেছেন গ্যাল গ্যাডট, অ্যান্ড্রু বার্নাপের মতো তারকা।