ফুটবল দাঙ্গায় যত মৃত্যু
ফুটবল মাঠে হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হলো আফ্রিকার দেশ গিনি। দেশটির অন্যতম শহর এন’জেরেকোরে সামরিক জান্তাদের নেতা মামাদি দুম্বুইয়ার সম্মানে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে গত পরশু ম্যাচের পর দর্শকরা দাঙ্গায় জড়িয়ে পড়ে। এতে অন্তত ৫৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ফুটবলে সমর্থকদের দাঙ্গা এটাই প্রথম নয়; অতীতেও এমন দুর্ঘটনার সাক্ষী হয়েছে ফুটবলবিশ্ব। তেমনই কিছু হৃদয়বিদারক ঘটনা নিয়ে আজকের এই আয়োজন।
সম্পর্কিত খবর