২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কারকাজ, কিন্তু তা সম্ভব হয়নি। বরং জাতীয় ক্রীড়া পরিষদ সূত্রে জানা গেছে, আরো ছয় মাস বেড়ে গেছে প্রকল্পের কাজ শেষ করার সময়। তবে এর আগেই মাঠ পেতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সে জন্য গতকাল ক্রীড়া পরিষদকে একটি চিঠি পাঠিয়েছে বাফুফে।