জানুয়ারিতে মাঠ চায় বাফুফে

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
জানুয়ারিতে মাঠ চায় বাফুফে

২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কারকাজ, কিন্তু তা সম্ভব হয়নি। বরং জাতীয় ক্রীড়া পরিষদ সূত্রে জানা গেছে, আরো ছয় মাস বেড়ে গেছে প্রকল্পের কাজ শেষ করার সময়। তবে এর আগেই মাঠ পেতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সে জন্য গতকাল ক্রীড়া পরিষদকে একটি চিঠি পাঠিয়েছে বাফুফে।

ঘরোয়া ম্যাচ যাতে আয়োজন করা যায় সে জন্য জানুয়ারির মধ্যে মাঠ, ড্রেসিংরুম ও মিডিয়া বক্স প্রস্তুত চেয়ে এই চিঠি দিয়েছে বাফুফে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বসানো হচ্ছে নতুন টার্ফ। এ কারণে পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজন করতে চায় ফুটবল ফেডারেশন। এ ছাড়া ফেব্রুয়ারিতে নারী ফুটবল দলের দুটি আন্তর্জাতিক ম্যাচও খেলানোর পরিকল্পনা এখানে।

তবে স্টেডিয়ামে এখনো ম্যাচ কমিশনারের রুম তৈরি করা হয়নি; আন্তর্জাতিক ম্যাচে যেটা থাকা বাধ্যতামূলক। ফ্লাডলাইট স্থাপনের কাজও চলমান। জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প পরিচালক মাহবুব মোর্শেদ বলেন, ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে ফ্লাডলাইটের কাজ। দু-তিন দিনের মধ্যে ভেন্যুতে চলে আসবে ফ্লাডলাইট।
এ ছাড়া পশ্চিম দিকের গ্যালারির কাজও এখনো শেষ হয়নি।

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

ফুটবল

ইপিএল, আর্সেনাল-চেলসি

পুনঃপ্রচার, সকাল ৯-৩০ মিনিট, সিলেক্ট ১

লিস্টার সিটি-ম্যানচেস্টার ইউনাইটেড

পুনঃপ্রচার, সকাল ১১টা, সিলেক্ট ১

ম্যানচেস্টার সিটি-ব্রাইটন

হাইলাইটস, রাত ৯-৩০ মিনিট, সিলেক্ট ১

আই লিগ, নমধারি-গোকুলাম কেরালা

সরাসরি, দুপুর ২-৩০ মিনিট, টেন ২

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

এশিয়ান লিজেন্ড লিগ, কোয়ালিফায়ার ২

সরাসরি, সন্ধ্যা ৭-৩০ মিনিট

প্রাসঙ্গিক
মন্তব্য

জয়ের ধারায় এলিট আরামবাগ

শেয়ার
জয়ের ধারায় এলিট আরামবাগ

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাফুফে এলিট একাডেমি ও আরামবাগ। গতকাল বসুন্ধরা কিংসের অনুশীলন মাঠে এলিট একাডেমি ২-১ গোলে হারিয়েছে ফরাশগঞ্জকে। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে উত্তর বারিধারার বিপক্ষে একই ব্যবধানে জিতেছে আরামবাগ।

ফর্টিস মাঠে দিনের অন্য ম্যাচে ওয়ারীর বিপক্ষে প্রথম জয় তুলে নিয়েছে পিডব্লিউডি।

সাব্বির আহমেদের গোলে ওয়ারী প্রথম এগিয়ে গেলেও মিনহাজুল করিম ও রুমন হোসেনের দুই গোল জিতিয়েছে পিডব্লিউডিকে। ফরাশগঞ্জের বিপক্ষে এলিটের হয়ে গোল করেছেন জয় আহমেদ ও মাহফুজ ইসলাম। ফরাশগঞ্জের গোলটি করেছেন তরিকুল।

মন্তব্য

আলকারাজের হার

শেয়ার
আলকারাজের হার

ইন্ডিয়ান ওয়েলসে হ্যাটট্রিক হলো না কার্লোস আলকারাজের। ব্রিটেনের জ্যাক ড্র্যাপারের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন দুবারের চ্যাম্পিয়ন এই স্প্যানিয়ার্ড। ১-৬ গেমে হেরে শুরুটা করেছিলেন বাজেভাবে। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরেরটি জিতে নেন ৬-০ গেমে।

কিন্তু শেষরক্ষা হয়নি। তৃতীয় সেটে জিতে প্রথমবার ফাইনালে ড্র্যাপার। এএফপি

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ