ক্রীড়া প্রতিবেদক : লিস্টার সিটিতে খেলা হামজা চৌধুরীর আসার খবরে যেন প্রাণ ফিরেছে দেশের ফুটবলে। সমর্থকদের মধ্যেও বাড়তি উন্মাদনা দেখতে পাওয়া যাচ্ছে। তাতে আশার পালে লেগেছে হাওয়া। আসছে মার্চে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচেই অভিষেক হতে পারে ইংল্যান্ডে বেড়ে ওঠা এই ডিফেন্সিভ মিডফিল্ডারের।
ভারতের বিপক্ষে সেই ম্যাচ ঘিরে প্রত্যাশা যেন আকাশচুম্বী! সদ্যই চুক্তি নবায়ন করা স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাও আশাবাদী। তবে চ্যালেঞ্জও দেখছেন তিনি। কী সেই চ্যালেঞ্জ?
শোনা যাক কাবরেরার মুখেই, ‘হামজা থাকায় নিঃসন্দেহে আমাদের শক্তি বেড়েছে। তার মতো বড় মাপের খেলোয়াড়কে পাওয়া আমাদের জন্য দারুণ ব্যাপার।
তবে ওকে ঘিরে যে প্রত্যাশা আছে, সেটা আমাদের চাপে ফেলে দিতে পারে। এটার সঙ্গে মানিয়ে নিয়ে মাঠে পারফরম করতে হবে আমাদের। আশা করছি, সব কিছু ইতিবাচক হবে।’ ২০০৩ সালের পর আর সাফ জিততে পারেনি বাংলাদেশ। হামজার অন্তর্ভুক্তিতে এবার সেই অপেক্ষা ফুরালেও ফুরাতে পারে! কাবরেরা তাই এ বছরকে ভীষণ গুরুত্ব দিয়ে দেখছেন, ‘সামনের দিনগুলোতে অনেক বড় কিছু আসছে আমাদের জন্য। অনেক ম্যাচ খেলতে হবে। এখন থেকেই মানসিক প্রস্তুতি নিতে হবে। সঠিক পরিকল্পনায় এগোতে চাই।’
তৃতীয় দফায় বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে আগামী বছরের এপ্রিল পর্যন্ত চুক্তি বাড়িয়েছেন কাবরেরা।
স্বভাবতই এই দলের সঙ্গে থাকতে পেরে খুশি তিনি, ‘চুক্তি বাড়ার খবর সব সময়ই আনন্দের। ভালো লাগছে, আমি খুশি।’