উমর মারমুশের হ্যাটট্রিকে নিউক্যাসল ইইনাইটেডকে ৩-০ ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগে চার নম্বরে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধেই হ্যাটট্রিক পূরণ করেছেন মিসরীয় ফরোয়ার্ড। আরেক ম্যাচে আর্সেনাল ২-০ ব্যবধানে হারিয়েছে লিস্টার সিটিকে। ম্যাচের শেষ বেলায় গানারদের হয়ে দুটি গোলই করেছেন মিকেল মেরিনো।