ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

আফগানদের স্মরণীয় জয়ে ইংলিশদের বিদায়

শেয়ার
আফগানদের স্মরণীয় জয়ে ইংলিশদের বিদায়
ছবি : এএফপি

ক্রীড়া প্রতিবেদক : কে হবেন ইংল্যান্ডের গ্লেন ম্যাক্সওয়েল? জো রুট কি সেই পথে হাঁটতে পারবেন? প্রশ্নটা নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছিল আফগানদের মনে! এখানে জানিয়ে রাখা ভালো, ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ম্যাক্সওয়েল বীরত্বের কাছে প্রায় জেতা ম্যাচ হেরে গিয়েছিল আফগানিস্তান।

তবে এবার ভাগ্য আর আফগানদের থেকে মুখ ফিরিয়ে নেয়নি। স্মরণীয় এক জয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকল আফগানিস্তান। বাঁচা-মরার ম্যাচে ইংলিশদের ৮ রানে হারিয়েছে তারা।

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তানের কাছে হেরে ‘এ’ গ্রুপের প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে ইংল্যান্ডের। অন্যদিকে এই জয়ে সেমির লড়াইয়ে টিকে রইল আফগানিস্তান। এদিন আগে ব্যাটিং করে ৭ উইকেটে ৩২৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান। তবে লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ইংল্যান্ড।
এক প্রান্তে দলের আশা হয়ে টিকে ছিলেন রুট। কিন্তু ৪৬তম ওভারে ১২০ রান করে তিনি আউট হলে ক্ষীণ হয়ে আসে ইংলিশদের আশা। শেষ দিকে জেমি ওভারটনের ৩২ রানের ইনিংসও তাই আর কাজে আসেনি।

রুট নায়ক হতে না পারলেও সেদিন ম্যাক্সওয়েলের ইনিংসের নিচে চাপা পড়া ইব্রাহিম জাদরান এদিন ঠিকই আলো খুঁজে পেয়েছেন।

এই ওপেনারের ১৭৭ রানের অনবদ্য ইনিংসেই মূলত আফগানদের বড় সংগ্রহ এনে দেয়। এই ইনিংসের মাধ্যমে চার দিন আগে বেন ডাকেটের গড়া চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ছাড়িয়ে গেছেন জাদরান।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

হেরে পিছিয়ে গেল রিয়াল

শেয়ার
হেরে পিছিয়ে গেল রিয়াল
ফ্রেঞ্চ লিগের চ্যাম্পিয়ন পিএসজি

লিগ শিরোপা লড়াইয়ে আবার পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ। গত রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরে গেছে কার্লো আনচেলোত্তির দল। একই রাতে বেতিসকে যদি বার্সেলোনা হারাতে পারে তাহলে শীর্ষ দুইয়ের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়াবে ছয়ে। ৩০ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬৩।

ঘরের মাঠে খেলার ১৩ মিনিটে হতাশ করেন ভিনিসিয়ুস জুনিয়র। স্পট কিকে গোল করতে ব্যর্থ হন এই ব্রাজিলিয়ান। দুই মিনিট পরই রিয়াল সমর্থকদের আরেকবার হতাশায় ডুবতে হয়েছে। কর্নারে উড়ে আসা বলে হেডে বল জালে পাঠিয়ে ভ্যালেন্সিয়াকে এগিয়ে নেন মোক্তার ডিয়াখাবি।

পিছিয়ে পড়া রিয়াল একের পর এক সুযোগ পেয়েছে ম্যাচে ফেরার, কিন্তু এমবাপ্পে-ভিনিসিয়ুসরা জাল খুঁজে পাননি। অবশেষে বিরতি থেকে ফিরে রিয়ালকে সমতায় ফেরান সেই ভিনি। মডরিচের কর্নারে বেলিংহামের ফ্লিকে আলতো ছোঁয়ায় বল জালে পাঠান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। খেলার ভাগ্য যখন ড্রয়ের পথে তখনই বার্নাব্যু স্তব্ধ করে ভ্যালেন্সিয়াকে জয় এনে দেন হুগো দুরো।

এদিকে টানা দুই জয়ের পর আবার হোঁচট খেয়েছে আর্সেনাল। এভারটনের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধে গোল খেয়ে পয়েন্ট হারিয়েছে গানাররা। ১-১ গোলে ড্রয়ের ফলে শিরোপা রেস থেকে অনেকটা পিছিয়ে পড়ল মিকেল আরতেতার দল। ৬ ম্যাচ বাকি থাকতেই ফ্রেঞ্চ লিগে শিরোপা উৎসব করেছে পিএসজি। অঁজিকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন লুই এনরিকের দল।

এএফপি

মন্তব্য

টিভিতে

শেয়ার
টিভিতে

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ, ফুলহাম-লিভারপুল

সরাসরি, সন্ধ্যা ৭টা

ম্যান. ইউনাইটেড-ম্যানসিটি

রাত ৯টা ৩০ মিনিট

স্টার স্পোর্টস সিলেক্ট ১

বুন্দেসলিগা

সেন্ট পাওলি-মনশেনগ্ল্যাডবাখ

সরাসরি, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট

ই. বার্লিন-ভলফসবুর্গ

সরাসরি, রাত ৯টা ৩০ মিনিট, সনি টেন ২

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

আইপিএল, হায়দরাবাদ-গুজরাট

সরাসরি, রাত ৮টা

ডিপিএল, মোহামেডান-প্রাইম ব্যাংক

সরাসরি, সকাল ৯টা

প্রাসঙ্গিক
মন্তব্য

ইশারায় জরিমানা

শেয়ার
ইশারায় জরিমানা

আঙুল দিয়ে গুলি করার ভঙ্গি করে জরিমানা গুনেছেন ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (এনবিএ) তারকা খেলোয়াড় জা মোরান্ট। এনবিএর দল মেম্ফিস গ্রিজলিসের এই খেলোয়াড়কে ৭৫ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। বাস্কেটবল ম্যাচে দুবার আঙুল উঁচিয়ে বন্দুক দিয়ে গুলি করার ভঙ্গি করার কারণে শাস্তির মুখে পড়েছেন মোরান্ট। বিবিসি

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ