গত বছরের আগস্টে আচমকা অবসরের ঘোষণা দিয়েছিলেন ভয়চেখ সেজনি। সিদ্ধান্ত বদলে অবশ্য মাসখানেক পরেই পোলিশ এই গোলরক্ষক নাম লেখান বার্সেলোনায়। ৩৪ বছর বয়সে নতুন ক্লাবে যেন নতুন এক শুরুই পেয়েছেন। গত পরশুই যেমন ক্যারিয়ারে অন্যতম সেরা ম্যাচ খেলেছেন সেজনি।
গত বছরের আগস্টে আচমকা অবসরের ঘোষণা দিয়েছিলেন ভয়চেখ সেজনি। সিদ্ধান্ত বদলে অবশ্য মাসখানেক পরেই পোলিশ এই গোলরক্ষক নাম লেখান বার্সেলোনায়। ৩৪ বছর বয়সে নতুন ক্লাবে যেন নতুন এক শুরুই পেয়েছেন। গত পরশুই যেমন ক্যারিয়ারে অন্যতম সেরা ম্যাচ খেলেছেন সেজনি।
প্রতিপক্ষের মাঠে পাউ কুরবাসি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ২২ মিনিটেই ধাক্কা খায় বার্সেলোনা।
লেভারকুসেনের বিপক্ষে অনায়াস জয়ে শেষ আটের পথে বায়ার্ন। তিন গোলের জয়ের ম্যাচে জোড়া লক্ষ্যভেদ হ্যারি কেইনের। অন্যটি জামাল মুসিয়ালার। মার্কাস থুরাম ও লাউতারো মার্তিনেসের কল্যাণে ফেইনুর্দের মাঠে দুই গোলে জিতেছে ইন্টার। ফিরতি লেগ হবে ১১ মার্চ। এএফপি
সম্পর্কিত খবর
ক্রিকেট
নিউজিল্যান্ড-পাকিস্তান
তৃতীয় টি-টোয়েন্টি
সরাসরি, দুপুর ১২টা ১৫ মিনিট
টেন ৫
ফুটবল
প্রিমিয়ার লিগ
আর্সেনাল-লিভারপুল
হাইলাইটস, দুপুর ১২টা, টেন ২
ফুলহাম-ম্যানচেস্টার ইউনাইটেড
হাইলাইটস, বিকেল ৩টা, টেন ১
।ক্রিকেট
ডিপিএল
মোহামেডান-ধানমণ্ডি স্পোর্টস ক্লাব
সরাসরি, সকাল ৯টা
।ক্রীড়া প্রতিবেদক : চীনের নানজিংয়ে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে আজ ট্র্যাকে নামছেন জহির রায়হান। আসরে ৪০০ মিটার স্প্রিন্টে অংশ নিচ্ছেন তিনি। শুরুতে অংশ নেবেন হিটে।
গত বছর এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে এই ইভেন্টে রুপা জিতেছিলেন জহির।
ক্রীড়া প্রতিবেদক : মেয়েদের ডেভেলপমেন্ট হকির দুটি সেমিফাইনাল আজ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে যশোরের মুখোমুখি হবে কিশোরগঞ্জ। একই সময় কুর্মিটোলার বিমানবাহিনী মাঠে বিকেএসপির মুখোমুখি হবে রাজশাহী।
‘খ’ গ্রুপে পাঁচ খেলার সব কটিতে জিতে নয় শুধু, প্রতিপক্ষদের গোলবন্যায় ভাসিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বিকেএসপি।
এই কিশোরগঞ্জকেও গ্রুপে মুখোমুখি দেখায় ১৫ গোল দিয়েছে বিকেএসপি। টুর্নামেন্টে ফেভারিট তারাই।