ফেভারিটদের জয়ের রাত

শেয়ার
ফেভারিটদের জয়ের রাত
দুর্দান্ত রাফিনিয়া

গত বছরের আগস্টে আচমকা অবসরের ঘোষণা দিয়েছিলেন ভয়চেখ সেজনি। সিদ্ধান্ত বদলে অবশ্য মাসখানেক পরেই পোলিশ এই গোলরক্ষক নাম লেখান বার্সেলোনায়। ৩৪ বছর বয়সে নতুন ক্লাবে যেন নতুন এক শুরুই পেয়েছেন। গত পরশুই যেমন ক্যারিয়ারে অন্যতম সেরা ম্যাচ খেলেছেন সেজনি।

তাঁর বীরত্বে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে বেনফিকার মাঠ থেকে এক গোলের জয় নিয়ে ফিরেছে বার্সা। বুধবার রাতে জিতেছে অন্য ফেভারিটরাও। পিএসজিকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল, লেভারকুসেনের বিপক্ষে ৩-০ গোলে বায়ার্ন মিউনিখ এবং ফেইনুর্দের বিপক্ষে ইন্টার মিলান জিতেছে ২-০ ব্যবধানে।

https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/07-03-2025/2/kalerkantho-sp-1a.jpgপ্রতিপক্ষের মাঠে পাউ কুরবাসি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ২২ মিনিটেই ধাক্কা খায় বার্সেলোনা।

একজন না থাকার সুযোগ কাজে লাগিয়ে মুহুর্মুহু আক্রমণ শাণিয়েছে বেনফিকা। কিন্তু বার্সার তেকাঠির নিচে চীনের প্রাচীর হয়ে দাঁড়ান সেজনি। পর্তুগিজ ক্লাবটির নেওয়া ২৬ শটের আটটিই সেভ করেছেন বার্সা গোলরক্ষক। শুরু থেকে বার্সাকে সেজনি ম্যাচে রাখলেও ৬১ মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন রাফিনিয়া।
সেজনির বীরত্বের রাতে লিভারপুল গোলরক্ষক আলিসন বেকারও আলো ছড়িয়েছেন। পিএসজির বিপক্ষে অবিশ্বাস্য নৈপুণ্য দেখিয়ে অলরেডদের ম্যাচে রাখেন এই ব্রাজিলিয়ান। ফরাসি ক্লাবের ২৭ শটের ৯টি সেভ করেন আলিসন। পিএসজির একের পর এক আক্রমণ ফিরিয়ে এলেও লিভারপুল দুটি শটের একটি জালে জড়িয়েই পার্ক দ্য প্রিন্সেস থেকে জয় নিয়ে ফিরেছে। ৮৬ মিনিটে বদলি নেমে পরের মিনিটেই গোল করে ইংলিশ ক্লাবটিকে জিতিয়েছেন হার্ভি ইলিয়ট।

লেভারকুসেনের বিপক্ষে অনায়াস জয়ে শেষ আটের পথে বায়ার্ন। তিন গোলের জয়ের ম্যাচে জোড়া লক্ষ্যভেদ হ্যারি কেইনের। অন্যটি জামাল মুসিয়ালার। মার্কাস থুরাম ও লাউতারো মার্তিনেসের কল্যাণে ফেইনুর্দের মাঠে দুই গোলে জিতেছে ইন্টার। ফিরতি লেগ হবে ১১ মার্চ। এএফপি

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

ক্রিকেট

নিউজিল্যান্ড-পাকিস্তান

তৃতীয় টি-টোয়েন্টি

সরাসরি, দুপুর ১২টা ১৫ মিনিট

টেন ৫

ফুটবল

প্রিমিয়ার লিগ

আর্সেনাল-লিভারপুল

হাইলাইটস, দুপুর ১২টা, টেন ২

ফুলহাম-ম্যানচেস্টার ইউনাইটেড

হাইলাইটস, বিকেল ৩টা, টেন ১

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

ডিপিএল

মোহামেডান-ধানমণ্ডি স্পোর্টস ক্লাব

সরাসরি, সকাল ৯টা

প্রাসঙ্গিক
মন্তব্য

আজ নামছেন জহির

শেয়ার
আজ নামছেন জহির

ক্রীড়া প্রতিবেদক : চীনের নানজিংয়ে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে আজ ট্র্যাকে নামছেন জহির রায়হান। আসরে ৪০০ মিটার স্প্রিন্টে অংশ নিচ্ছেন তিনি। শুরুতে অংশ নেবেন হিটে।

গত বছর এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে এই ইভেন্টে রুপা জিতেছিলেন জহির।

তবে বিশ্বচ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। হিট পার হয়ে সেমিফাইনালে ওঠাটাই জহিরের প্রথম পরীক্ষা। ৩ নম্বর হিটে হন্ডুরাস, ব্রাজিল, বাহামা, জাপান ও হাঙ্গেরির স্প্রিন্টারের বিপক্ষে দৌড়াবেন তিনি। জহির ইরানে এশিয়ান ইনডোরে রুপা জিতেছিলেন ৪৮.১০ সেকেন্ড টাইমিং নিয়ে।
প্রতি হিটের সেরা দুজন ও টাইমিংয়ের দিক দিয়ে পরের সেরা আরো দুজনসহ মোট ১২ জন উঠবেন সেমিফাইনালে। বিকেলের সেশনেই হবে সেমিফাইনাল।

মন্তব্য

হকিতে ফাইনালে ওঠার লড়াই

শেয়ার
হকিতে ফাইনালে ওঠার লড়াই

ক্রীড়া প্রতিবেদক : মেয়েদের ডেভেলপমেন্ট হকির দুটি সেমিফাইনাল আজ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে যশোরের মুখোমুখি হবে কিশোরগঞ্জ। একই সময় কুর্মিটোলার বিমানবাহিনী মাঠে বিকেএসপির মুখোমুখি হবে রাজশাহী।

গ্রুপে পাঁচ খেলার সব কটিতে জিতে নয় শুধু, প্রতিপক্ষদের গোলবন্যায় ভাসিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বিকেএসপি।

স্বাভাবিকভাবেই তাদের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে রাজশাহী। গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে চট্টগ্রামকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের রানার্স আপ দল হিসেবে শেষ চারে উঠেছে দলটি। চার খেলায় ৭ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে যশোর।
চ্যাম্পিয়ন হয়ে দলটি বিকেএসপিকে এড়িয়েছে বলাই যায়। গ্রুপে বিকেএসপির পর ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয় কিশোরগঞ্জ। ৯ পয়েন্ট ছিল অবশ্য ঠাকুরগাঁও, ঝিনাইদহেরও। গোল ব্যবধানে তাদের পেছনে ফেলে যশোরের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে তারা।

এই কিশোরগঞ্জকেও গ্রুপে মুখোমুখি দেখায় ১৫ গোল দিয়েছে বিকেএসপি। টুর্নামেন্টে ফেভারিট তারাই।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ