ডিপিএলে নিরুত্তাপ এক দিন

শেয়ার
ডিপিএলে নিরুত্তাপ এক দিন
জাওয়াদের ৬৭ রান ছবি : কালের কণ্ঠ

https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/14-03-2025/kalerkantho-sp-2a.jpgক্রীড়া প্রতিবেদক : বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গতকাল শেষ হয়েছে চতুর্থ রাউন্ডের খেলা। নিরুত্তাপ দিনে আলাদা তিনটি ম্যাচে ব্যাটারদের সঙ্গে বোলাররাও ঝলক দেখাতে পারেননি। সব মিলিয়ে পাঁচটি ফিফটির সঙ্গে চারটি করে উইকেট পেয়েছেন দুজন।

মিরপুরে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে নবাগত গুলশান ক্রিকেট ক্লাব।

ওপেনার অমিত মজুমদারের ৮৮ ও আট নম্বরে নামা আরিফুল হকের ৪০ রানের সুবাদে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান করে রূপগঞ্জ। আসাদুজ্জামান পায়েল নেন ৪ উইকেট। জবাব দিতে নেমে জাওয়াদ আবরারের ৬৭ ও খালিদ হাসানের ৪৩ এবং অধিনায়ক আজিজুল হাকিমের ৪০ রানের সৌজন্যে বড় জয় পায় গুলশান।

বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

আগে ব্যাট করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় ১৬১ রানে গুটিয়ে যায় শাইনপুকুরের ইনিংস। লক্ষ্য তাড়ায় অধিনায়ক এনামুল হকের ২৭ বলে ৫২ ও সাদিকুর রহমানের ৫০ রানের ইনিংসে ১৭.৫ ওভারে জিতে যায় গাজী গ্রুপ।

পাশের মাঠে রবিউল হকের ৪ উইকেটের তোপে ১১৫ রানে অলআউট হয় ধানমণ্ডি স্পোর্টিং ক্লাব। পরে মার্শাল আইয়ুবের অপরাজিত ৫২ রানের ইনিংসের পরেও এই রান টপকাতে ৫ উইকেট হারায় অগ্রণী ব্যাংক।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

ক্রিকেট

নিউজিল্যান্ড-পাকিস্তান

তৃতীয় টি-টোয়েন্টি

সরাসরি, দুপুর ১২টা ১৫ মিনিট

টেন ৫

ফুটবল

প্রিমিয়ার লিগ

আর্সেনাল-লিভারপুল

হাইলাইটস, দুপুর ১২টা, টেন ২

ফুলহাম-ম্যানচেস্টার ইউনাইটেড

হাইলাইটস, বিকেল ৩টা, টেন ১

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

ডিপিএল

মোহামেডান-ধানমণ্ডি স্পোর্টস ক্লাব

সরাসরি, সকাল ৯টা

প্রাসঙ্গিক
মন্তব্য

আজ নামছেন জহির

শেয়ার
আজ নামছেন জহির

ক্রীড়া প্রতিবেদক : চীনের নানজিংয়ে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে আজ ট্র্যাকে নামছেন জহির রায়হান। আসরে ৪০০ মিটার স্প্রিন্টে অংশ নিচ্ছেন তিনি। শুরুতে অংশ নেবেন হিটে।

গত বছর এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে এই ইভেন্টে রুপা জিতেছিলেন জহির।

তবে বিশ্বচ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। হিট পার হয়ে সেমিফাইনালে ওঠাটাই জহিরের প্রথম পরীক্ষা। ৩ নম্বর হিটে হন্ডুরাস, ব্রাজিল, বাহামা, জাপান ও হাঙ্গেরির স্প্রিন্টারের বিপক্ষে দৌড়াবেন তিনি। জহির ইরানে এশিয়ান ইনডোরে রুপা জিতেছিলেন ৪৮.১০ সেকেন্ড টাইমিং নিয়ে।
প্রতি হিটের সেরা দুজন ও টাইমিংয়ের দিক দিয়ে পরের সেরা আরো দুজনসহ মোট ১২ জন উঠবেন সেমিফাইনালে। বিকেলের সেশনেই হবে সেমিফাইনাল।

মন্তব্য

হকিতে ফাইনালে ওঠার লড়াই

শেয়ার
হকিতে ফাইনালে ওঠার লড়াই

ক্রীড়া প্রতিবেদক : মেয়েদের ডেভেলপমেন্ট হকির দুটি সেমিফাইনাল আজ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে যশোরের মুখোমুখি হবে কিশোরগঞ্জ। একই সময় কুর্মিটোলার বিমানবাহিনী মাঠে বিকেএসপির মুখোমুখি হবে রাজশাহী।

গ্রুপে পাঁচ খেলার সব কটিতে জিতে নয় শুধু, প্রতিপক্ষদের গোলবন্যায় ভাসিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বিকেএসপি।

স্বাভাবিকভাবেই তাদের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে রাজশাহী। গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে চট্টগ্রামকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের রানার্স আপ দল হিসেবে শেষ চারে উঠেছে দলটি। চার খেলায় ৭ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে যশোর।
চ্যাম্পিয়ন হয়ে দলটি বিকেএসপিকে এড়িয়েছে বলাই যায়। গ্রুপে বিকেএসপির পর ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয় কিশোরগঞ্জ। ৯ পয়েন্ট ছিল অবশ্য ঠাকুরগাঁও, ঝিনাইদহেরও। গোল ব্যবধানে তাদের পেছনে ফেলে যশোরের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে তারা।

এই কিশোরগঞ্জকেও গ্রুপে মুখোমুখি দেখায় ১৫ গোল দিয়েছে বিকেএসপি। টুর্নামেন্টে ফেভারিট তারাই।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ