ক্রীড়া প্রতিবেদক : বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গতকাল শেষ হয়েছে চতুর্থ রাউন্ডের খেলা। নিরুত্তাপ দিনে আলাদা তিনটি ম্যাচে ব্যাটারদের সঙ্গে বোলাররাও ঝলক দেখাতে পারেননি। সব মিলিয়ে পাঁচটি ফিফটির সঙ্গে চারটি করে উইকেট পেয়েছেন দুজন।
মিরপুরে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে নবাগত গুলশান ক্রিকেট ক্লাব।
ওপেনার অমিত মজুমদারের ৮৮ ও আট নম্বরে নামা আরিফুল হকের ৪০ রানের সুবাদে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান করে রূপগঞ্জ। আসাদুজ্জামান পায়েল নেন ৪ উইকেট। জবাব দিতে নেমে জাওয়াদ আবরারের ৬৭ ও খালিদ হাসানের ৪৩ এবং অধিনায়ক আজিজুল হাকিমের ৪০ রানের সৌজন্যে বড় জয় পায় গুলশান।
বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
আগে ব্যাট করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় ১৬১ রানে গুটিয়ে যায় শাইনপুকুরের ইনিংস। লক্ষ্য তাড়ায় অধিনায়ক এনামুল হকের ২৭ বলে ৫২ ও সাদিকুর রহমানের ৫০ রানের ইনিংসে ১৭.৫ ওভারে জিতে যায় গাজী গ্রুপ।
পাশের মাঠে রবিউল হকের ৪ উইকেটের তোপে ১১৫ রানে অলআউট হয় ধানমণ্ডি স্পোর্টিং ক্লাব। পরে মার্শাল আইয়ুবের অপরাজিত ৫২ রানের ইনিংসের পরেও এই রান টপকাতে ৫ উইকেট হারায় অগ্রণী ব্যাংক।