‘স্যরি, আপনার কল ধরতে একটু দেরি হলো। হামজার ব্যাপারে একটা মিটিংয়ে ছিলাম’—এভাবেই ব্যস্ততার কথা শুনিয়েছেন হামজা চৌধুরীর বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরী। লাল-সবুজের জার্সিতে ছেলে খেলতে আসবে। পৈতৃক ভিটায় হামজা আসছেন ১৭ মার্চ।
‘স্যরি, আপনার কল ধরতে একটু দেরি হলো। হামজার ব্যাপারে একটা মিটিংয়ে ছিলাম’—এভাবেই ব্যস্ততার কথা শুনিয়েছেন হামজা চৌধুরীর বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরী। লাল-সবুজের জার্সিতে ছেলে খেলতে আসবে। পৈতৃক ভিটায় হামজা আসছেন ১৭ মার্চ।
আজ ইংল্যান্ড সময় দুপুরে শেফিল্ড ইউনাইটেডের হয়ে ম্যাচ খেলে রাতেই বাংলাদেশের বিমান ধরবেন হামজা। আগামীকাল সকাল ১১টা ৪০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তিনি। ইংল্যান্ড থেকে তাঁর সফরসঙ্গী হিসেবে স্ত্রী, তিন সন্তান, মা, দুই ভাইসহ ৯ জন আসছেন। হামজা এর আগেও হবিগঞ্জে এসেছেন।
সিলেটে নেমে সরাসরি হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে নিজ বাড়িতে যাবেন হামজা। আগামীকাল সেখানে পরিবারের সঙ্গে রাত কাটাবেন তিনি। পরের দিনের অনেকটা সময়ও গ্রামের বাড়িতেই থাকবেন হামজা। এরপর দিনের শেষ ফ্লাইট ধরে ঢাকায় এসে যোগ দেবেন দলের সঙ্গে। ১৯ মার্চ দুপুরে টিম হোটেলে অফিশিয়াল প্রেস কনফারেন্সে গণমাধ্যমের মুখোমুখি হবেন তিনি। তার আগে সকালে হবে দলীয় ফটোসেশন। এরপর বিকেল অথবা সন্ধ্যায় অনুশীলনে নামার কথাও রয়েছে হামজার। দলের অনুশীলনের ব্যাপারটি অবশ্য নির্ভর করছে কোচ হাভিয়ের কাবরেরার ওপর। ইংলিশ ফুটবলে বেড়ে ওঠা ও ইংলিশ লিগ মাতানো ফুটবলার আসার খবরে স্থানীয়দের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখছেন মোর্শেদ দেওয়ান। আত্মীয়-স্বজনও হামজার অপেক্ষায় আছে বলে জানিয়েছেন তিনি, ‘আমার পরিবার, আত্মীয়-স্বজনের সবাই খুব উচ্ছ্বসিত। বাড়িতে খুব বড় কোনো আয়োজন রাখছি না। যেহেতু অল্প সময়ের জন্য আসছে। স্থানীয়দের মধ্যেও অনেক আগ্রহ দেখছি। অনেক মানুষের সমাগম হবে। এতে পরিস্থিতি অন্য রকম হতে পারে। কিভাবে সব কিছু সামাল দেব সেটাও ভাবতে হচ্ছে। তবে প্রশাসন সব সময় তার নিরাপত্তায় নিয়োজিত থাকবে নিশ্চয়তা দিয়েছে।’ জানা গেছে, হামজাকে বরণ করে নিতে স্থানীয় খুদে ফুটবলাররা ক্রেস্ট ও ফুল নিয়ে অপেক্ষায় থাকবে।
হামজার নিরাপত্তা নিশ্চিতে সর্বদা নিয়োজিত থাকবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এত কাছ থেকে তারকা ফুটবলারকে দেখতে পাবেন ভেবে বাড়তি ভালো লাগা কাজ করছে বাহুবল থানার ওসি মশিউর রহমানের, ‘আমরা জেনেছি তিনি আসছেন। আমাদের সব ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমি গর্বিত তাঁর মতো একজন খেলোয়াড়ের অঞ্চলের মানুষ হতে পেরে। তিনি বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ে খেলা মানে তো বিশাল ব্যাপার!’
শুধু হামজার পরিবার কিংবা হবিগঞ্জের মানুষ নয়, পুরো বাংলাদেশই এখন হামজার অপেক্ষায়।
সম্পর্কিত খবর
ফুটবল
ইপিএল, আর্সেনাল-চেলসি
পুনঃপ্রচার, সকাল ৯-৩০ মিনিট, সিলেক্ট ১
লিস্টার সিটি-ম্যানচেস্টার ইউনাইটেড
পুনঃপ্রচার, সকাল ১১টা, সিলেক্ট ১
ম্যানচেস্টার সিটি-ব্রাইটন
হাইলাইটস, রাত ৯-৩০ মিনিট, সিলেক্ট ১
আই লিগ, নমধারি-গোকুলাম কেরালা
সরাসরি, দুপুর ২-৩০ মিনিট, টেন ২
।ক্রিকেট
এশিয়ান লিজেন্ড লিগ, কোয়ালিফায়ার ২
সরাসরি, সন্ধ্যা ৭-৩০ মিনিট
।ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাফুফে এলিট একাডেমি ও আরামবাগ। গতকাল বসুন্ধরা কিংসের অনুশীলন মাঠে এলিট একাডেমি ২-১ গোলে হারিয়েছে ফরাশগঞ্জকে। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে উত্তর বারিধারার বিপক্ষে একই ব্যবধানে জিতেছে আরামবাগ।
ফর্টিস মাঠে দিনের অন্য ম্যাচে ওয়ারীর বিপক্ষে প্রথম জয় তুলে নিয়েছে পিডব্লিউডি।
ইন্ডিয়ান ওয়েলসে হ্যাটট্রিক হলো না কার্লোস আলকারাজের। ব্রিটেনের জ্যাক ড্র্যাপারের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন দুবারের চ্যাম্পিয়ন এই স্প্যানিয়ার্ড। ১-৬ গেমে হেরে শুরুটা করেছিলেন বাজেভাবে। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরেরটি জিতে নেন ৬-০ গেমে।