ঈদে ছুটি নেই নিগারদের

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
ঈদে ছুটি নেই নিগারদের

আগামী সেপ্টেম্বরে ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে আগামী ৩ এপ্রিল সকালে পাকিস্তানের লাহোরের উদ্দেশে দেশ ছাড়বেন নিগার সুলতানারা। তার আগে ঢাকায় দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করবেন মেয়েরা। আগামীকাল প্রধান কোচ সারওয়ার ইমরানের কাছে রিপোর্টিং করার কথা আছে ক্রিকেটারদের, শনিবার থেকে ফিটনেস-স্কিল অনুশীলন, যা ২ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানা গেছে।

নারী দলের টিম ম্যানেজমেন্টের এক সদস্য জানান, এই ক্যাম্পের মধ্যে আসন্ন ঈদুল ফিতরের বিরতি থাকবে দুদিন।

অর্থাৎ ৩১ মার্চ ও ১ এপ্রিল। তবে এই দুদিন অনুশীলন না থাকলেও ছুটি পাবেন না মেয়েরা। খেলোয়াড়দের মনোবল দৃঢ় করতে বিশেষ একটি কর্মশালা আয়োজনের পরিকল্পনা আছে কোচদের। এ জন্য শুধু ঢাকায় যাঁরা থাকেন, তাঁরা ঈদের দিন ছাড় পাচ্ছেন।
এদিকে এই ক্যাম্পে যোগ দেবেন এইচপির প্রধান কোচ ডেভিড হেম্প।

মন্তব্য

সম্পর্কিত খবর

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

আইপিএল, হায়দরাবাদ-রাজস্থান

সরাসরি, বিকেল ৪টা

চেন্নাই-মুম্বাই, সরাসরি, রাত ৮টা

 

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

টিভিতে

শেয়ার
টিভিতে

ফুটবল

উয়েফা নেশনস লিগ, জার্মানি-ইতালি

সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ৫

স্পেন-নেদারল্যান্ডস

সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ৩

পর্তুগাল-ডেনমার্ক

সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ২

ফ্রান্স-ক্রোয়েশিয়া

সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ১

 

প্রাসঙ্গিক
মন্তব্য

বিকেএসপিরই শিরোপা

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
বিকেএসপিরই শিরোপা
ডেভেলপমেন্ট কাপ হকির শিরোপা উৎসব বিকেএসপির মেয়েদের। ছবি : সংগৃহীত

এটা অনুমেয়ই ছিল। টুর্নামেন্টজুড়ে গোলোৎসব করেছে বিকেএসপি। গতকালের ফাইনালের প্রতিপক্ষ কিশোরগঞ্জকেও গ্রুপ পর্বে ১৫ গোল দিয়েছিল। ফাইনালের ফল নিয়ে তাই সংশয় ছিল না।

তবে কিশোরগঞ্জ এদিন লড়াই করেছে। প্রথম ম্যাচের মতো ছন্নছাড়া হয়নি। তাতেও ৮-০ গোলের জয় নিয়ে মেয়েদের ডেভেলপমেন্ট কাপ হকির শিরোপা উৎসব করেছে বিকেএসপিই।

ফাইনাল পর্যন্ত সাত ম্যাচে ১০২ গোল করেছে দলটি।

তাতে ৩০ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন অর্পিতা পাল। তবে চমক ছিল সেরা খেলোয়াড়ের পুরস্কারে। কিশোরগঞ্জকে ফাইনালে তোলার পথে ১১ গোল করা ফারদিয়া আক্তার রাত্রি হয়েছেন সেই সেরা খেলোয়াড়। আসরে তৃতীয় হয়েছে যশোর।
গতকাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাজশাহীকে হারিয়েছে তারা ৪-০ গোলে। জেলা দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল যথেষ্টই। কিন্তু বিকেএসপির সঙ্গে হয়েছে অসম লড়াই।

মন্তব্য

জুয়ার বিজ্ঞাপনে সাকিব

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
জুয়ার বিজ্ঞাপনে সাকিব

বোলিং অ্যাকশনের বৈধতা ফিরে পাওয়ার পর যখন তাঁর ক্রিকেটে ফেরার অপেক্ষা, তখন আবারও বিতর্কিত বিষয়ে আলোচনায় জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। গতকাল নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন এই বাঁহাতি অলরাউন্ডার, সেখানে একটি বেটিং সাইটের বিজ্ঞাপনে অংশ নিতে দেখা গেছে তাঁকে। একে তো প্রকাশ্যে জুয়ার সাইটের বিজ্ঞাপন, তার ওপর মানুষকে বেটিংয়ের জন্য আহবান করতে দেখা গেছে সাকিবকে। অথচ বাংলাদেশের আইনে যেকোনো ধরনের জুয়া নিষিদ্ধ।

এর আগে ২০২২ সালে একবার সেরোগেট বেটিং সাইটের বিজ্ঞাপন করে বেশ সমালোচিত হয়েছিলেন সাকিব। ওই সময় বোর্ডের কঠোর সিদ্ধান্তের কারণে ভুল স্বীকার করে সরে এসেছিলেন তিনি। তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার ছিলেন সাকিব। তবে এ বছর চুক্তি থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশেও ফেরেননি তিনি।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ