আগামী সেপ্টেম্বরে ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে আগামী ৩ এপ্রিল সকালে পাকিস্তানের লাহোরের উদ্দেশে দেশ ছাড়বেন নিগার সুলতানারা। তার আগে ঢাকায় দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করবেন মেয়েরা। আগামীকাল প্রধান কোচ সারওয়ার ইমরানের কাছে রিপোর্টিং করার কথা আছে ক্রিকেটারদের, শনিবার থেকে ফিটনেস-স্কিল অনুশীলন, যা ২ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানা গেছে।
নারী দলের টিম ম্যানেজমেন্টের এক সদস্য জানান, এই ক্যাম্পের মধ্যে আসন্ন ঈদুল ফিতরের বিরতি থাকবে দুদিন।