ক্রীড়া প্রতিবেদক : বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে গতকাল হারের তেতো স্বাদ পেয়েছে বাফুফে এলিট একাডেমি। ঢাকা রেঞ্জার্সের কাছে হেরেছে ৪-২ ব্যবধানে। অন্য ম্যাচে মারুফ আহমেদের লক্ষ্যভেদে লিটল ফ্রেন্ডস ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে বারিধারা। আরামবাগের বিপক্ষে পিডব্লিউডির জয় ২-০ ব্যবধানে।