<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ব্যাংক খাতের ক্যান্সার হিসেবে পরিচিত খেলাপি ঋণ ছড়িয়ে পড়েছে দেশের উৎপাদনমুখী সব শিল্প খাতে। ব্যাংক খাতের মোট খেলাপি ঋণের অর্ধেকের বেশিই তথা ৫৪.৩২ শতাংশ রয়েছে পোশাক, টেক্সটাইল, চামড়া, জাহাজ নির্মাণসহ উৎপাদনমুখী শিল্প খাতে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন-২০২৩ পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতের বিতরণকৃত ঋণের পরিমাণ ছিল ১৪ লাখ ৯৬ হাজার ৪৬৫ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণে পরিণত হয়েছিল এক লাখ ৩৩ হাজার ৭২২ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৮.৯৪ শতাংশ। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রতিবেদন বলছে, ২০২৩ সালের ডিসেম্বর শেষে উৎপাদনমুখী শিল্প খাতে ব্যাংকগুলোর বিতরণকৃত মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে সাত লাখ ৫৬ হাজার ৯১৭ কোটি টাকা। বিতরণকৃত ঋণের মধ্যে খেলাপি ঋণে পরিণত হয়েছে ৭২ হাজার ৬৪১ কোটি টাকা, যা মোট খেলাপি ঋণের ৫৪.৩২ শতাংশ। আর ২০২২ সালের ডিসেম্বর শেষে উৎপাদনমুখী শিল্প খাতের খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬০ হাজার ৯৫১ কোটি টাকা। সেই হিসাবে এক বছরে শিল্প খাতের খেলাপি ঋণ বেড়েছে ১১ হাজার ৬৯০ কোটি টাকা।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শিল্প খাতে ঋণ বিতরণে যথাযথ নিয়ম মানা হয় না। ঘুরেফিরে ঋণ পায় বড় শিল্পপ্রতিষ্ঠান। অনেক ক্ষেত্রে দেখা যায়, তারা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় ব্যাংকের টাকা ফেরত দেয় না। আবার কেউ কেউ নামে-বেনামে ব্যাংক থেকে টাকা বের করে বিদেশে পাচার করছে। সাধারণত এসব টাকা আর ফেরত আসে না। ফলে এই খাতে খেলাপি ঋণ বাড়ছে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আর শিল্প উদ্যোক্তারা বলছেন, করোনার সময় বিশ্বজুড়ে উৎপাদন ব্যাহত হয়। যোগাযোগ ভেঙে পড়ে। সব মিলিয়ে উৎপাদন খরচ বেড়ে যায়। এর প্রভাব পড়ে বাংলাদেশের উৎপাদন খাতেও। এসব কারণে উদ্যোক্তারা ঋণ নিয়ে সময়মতো ফেরত দিতে পারেননি। এতে তাঁরা খেলাপি হয়ে পড়েন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন অনুযায়ী, উৎপাদনশীল শিল্পের মধ্যে সবচেয়ে বেশি ঋণ বিতরণ হয়েছে তৈরি পোশাক খাতে। ২০২৩ সালের ডিসেম্বর শেষে এই খাতে বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ৬৩ হাজার ৫৯৯ কোটি টাকা। বিতরণকৃত এই ঋণের মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে ২২ হাজার ৭০২ কোটি টাকা, যা ১৩.৮৮ শতাংশ। আর ২০২২ সালের ডিসেম্বর শেষে এই খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১৮ হাজার ৯৪৬ কোটি টাকা। সে হিসাবে এক বছরে এই খাতে খেলাপি ঋণ বেড়েছে প্রায় তিন হাজার ৭৫৬ কোটি টাকা। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রতিবেদন বলছে, ২০২৩ সালের ডিসেম্বর শেষে টেক্সটাইল খাতে বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ৩০ হাজার ২০১ কোটি টাকা। বিতরণকৃত এই ঋণের মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে ১৫ হাজার ৩৪৪ কোটি টাকা বা ১১.৫৪ শতাংশ। আর ২০২২ সালের ডিসেম্বর শেষে এই খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১৪ হাজার ৬৭৭ কোটি টাকা বা ১১.৭৯ শতাংশ। সে হিসাবে টেক্সটাইল খাতে এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ৬৬৭ কোটি টাকা।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তথ্য মতে, ২০২৩ সালের ডিসেম্বর শেষে চামড়া খাতে বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ হাজার ২৪২ কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে দুই হাজার ৮১৭ কোটি টাকা বা ২১.২৭ শতাংশ। ২০২২ সালের ডিসেম্বর শেষে এই খাতের খেলাপি ঋণ ছিল এক হাজার ৫৩২ কোটি টাকা। সেই হিসাবে এক বছরে চামড়াশিল্পে খেলাপি ঋণ বেড়েছে এক হাজার ২৮৫ কোটি টাকা। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অন্যদিকে জাহাজ নির্মাণ শিল্পে খেলাপি ঋণ কমেছে। ২০২৩ সালের ডিসেম্বর শেষে এই খাতে বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২০ হাজার ৯২ কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে তিন হাজার ৫৭৩ কোটি টাকা। আর ২০২২ সালের ডিসেম্বর শেষে এই খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল চার হাজার ৭৬০ কোটি টাকা। সে হিসাবে এক বছরে এই খাতে খেলাপি ঋণ কমেছে এক হাজার ১৮৭ কোটি টাকা।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রতিবেদন বলছে, ২০২৩ সালের ডিসেম্বর শেষে কৃষিভিত্তিক শিল্প খাতে বিতরণকৃত ঋণের পরিমাণ ছিল এক লাখ ৫৬ হাজার ৬০০ কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে আট হাজার ৫৫৯ কোটি টাকা বা ৭.৪০ শতাংশ। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">খেলাপি ঋণ বেড়েছে নির্মাণ খাতেও। গত বছর নির্মাণ খাতে এক হাজার ৪০৭ কোটি টাকা বেড়েছে খেলাপি ঋণ। এ সময় খেলাপি ঋণ বেড়ে হয়েছে সাত হাজার ৬৮ কোটি টাকা বা ৭.৫৩ শতাংশ। এক বছর আগে এই খাতে খেলাপি ঋণ ছিল পাঁচ হাজার ৬৬১ কোটি টাকা বা ৬.৩০ শতাংশ। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">২০২৩ সালে গৃহঋণে খেলাপি বেড়ে দাঁড়ায় এক হাজার ৫৩৭ কোটি টাকা বা ৫.০৯ শতাংশ। এক বছর আগে এই খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল এক হাজার ৩৩৯ কোটি টাকা বা ৪.৮৩ শতাংশ। গত বছর ব্যক্তিঋণে খেলাপি বেড়ে হয়েছে এক হাজার ৩২ কোটি টাকা বা ১.৭৪ শতাংশ। এক বছর আগে এই খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯৬৮ কোটি টাকা বা ১.৬৬ শতাংশ।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ব্যবসা ও বাণিজ্য খাতে গত বছর খেলাপি ঋণ বেড়েছে প্রায় দুই হাজার ৩০ কোটি টাকা। এ সময় খাতটিতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৩০ হাজার ৯৩২ কোটি টাকা বা ১২.০৭ শতাংশ। এক বছর আগে এই খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২৮ হাজার ৯০২ কোটি টাকা বা ১০ শতাংশ। খেলাপি ঋণের এই হার নিয়ে খাতটি বর্তমানে চতুর্থ অবস্থানে রয়েছে।</span></span></span></span></span></p> <p> </p> <p> </p>