<p>সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় নৈরাজ্য ও অস্থিরতায় নেতৃত্বদানকারী দুই দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া। এর আগে বৃহস্পতিবার রাতে আশুলিয়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাসা বেসিক পোশাক কারখানার অপারেটর ফোরকান আহমেদ শাওন (২৫) ও মো. রবিউল খান (৩৬)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। শিল্প পুলিশ জানায়, আশুলিয়া পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়ার নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুলিয়া এলাকায় গার্মেন্টস ফ্যাক্টরিতে অস্থিরতা ও নৈরাজ্যে নেতৃত্বদানকারী ফোরকান আহমেদ শাওন ও রবিউল খানকে গ্রেপ্তার করা হয়। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও র‌্যাবের সদস্যরা শিল্প পুলিশকে সহযোগিতা করেন। পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম বলেন, যৌথ বাহিনীর অভিযানে পোশাক কারখানায় নৈরাজ্য ও অস্থিরতায় নেতৃত্ব প্রদান ও জড়িত থাকায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।</p> <p> </p> <p> </p>