<p style="text-align:justify">যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার (৬ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।</p> <p style="text-align:justify">এদিন আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস রিমান্ড আবেদন করেন। এর আগে শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সীমান্তে হিন্দু-মুসলিম নয় মূল টার্গেট বাংলাদেশি: রিজভী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/06/1728209756-7442f28e1366a416e6a3c4b80898ba8e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সীমান্তে হিন্দু-মুসলিম নয়, মূল টার্গেট বাংলাদেশি : রিজভী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/06/1432385" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডাকে বিএনপি। এই সমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। ওই দিন বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এতে যুবদল নেতা শামীম মারা যান। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।</p>