<p>মহান আল্লাহ রমজানে মুমিনদের গুনাহ মাফ করেন। প্রতিরাতে জাহান্নাম থেকে অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করেন। হাদিস শরিফে এসেছে,</p> <p>إنَّ للَّهِ عندَ كلِّ فِطرٍ عتقاءَ وذلِك في كلِّ ليلةٍ</p> <p>জাবের বিন আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘ইফতারের সময় মহান আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন। এবং তা প্রতি রাতে করে থাকেন।’ (ইবনে মাজাহ, হাদিস : ১৩৪০)</p>