মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনরা! তোমরা সর্বাত্মকভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ কোরো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু।’ (সুরা : বাকারাহ, আয়াত : ২০৮)
৪. পাপ পরিহার করা : রমজানের রহমত ও বরকত লাভের অন্যতম শর্ত পাপ কাজ পরিহার করা। মুমিন সর্বপ্রকার পাপ ও অনাচার থেকে বিরত থাকলেই কেবল তার সিয়াম সাধনা সার্থক হবে। আর রোজা রেখেও যারা পাপ ত্যাগ করতে পারে না, হাদিসের ভাষায় তাদের অনাহারে থাকা অর্থহীন। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘অনেক রোজা পালনকারী আছে, যারা উপোস থাকা ছাড়া আর কিছুু পায় না। আর অনেক রাত জেগে নামাজ আদায়কারী আছে, যারা রাত জাগরণ ছাড়া আর কিছু লাভ করে না।’ (সুনানে দারামি, হাদিস : ২৭২০)
অন্য হাদিসে মহানবী (সা.) বলেন, ‘রোজা হলো ঢালস্বরূপ। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি রোজা রাখবে সে যেন অশ্লীল আচরণ ও শোরগোল থেকে বিরত থাকে। যদি তার সঙ্গে কেউ ঝগড়া-বিবাদ কিংবা মারামারিতে লিপ্ত হতে চায়, তবে তাকে বলে দেবে আমি রোজা পালনকারী।’ (সহিহ মুসলিম, হাদিস : ১১৫১)
তিনি আরো কঠোর ভাষায় বলেছেন, ‘যে মিথ্যা কথা ও কাজ এবং মূর্খতা পরিত্যাগ করতে পারল না তার পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নেই।’ (সহিহ বুখারি, হাদিস : ৬০৫৭)
৫. সাহরি খাওয়া : রোজাদারের জন্য সাহরি খাওয়া এবং তা বিলম্বে খাওয়া সুন্নত। মহানবী (সা.) বলেছেন, ‘তোমরা সাহরি খাও। কেননা সাহরিতে বরকত আছে।’ (সহিহ বুখারি, হাদিস : ১৯২৩)
৬. ইফতারে বিলম্ব না করা : ইফতারের শিষ্টাচার হলো তাতে বিলম্ব না করা। একাধিক হাদিসে এ বিষয়ে তাগিদ এসেছে। মহানবী (সা.) বলেন, ‘মানুষ যত দিন পর্যন্ত সময় হওয়া মাত্র ইফতার করবে, তত দিন কল্যাণের সঙ্গে থাকবে।’ (সহিহ বুখারি, হাদিস : ১৮৫২)
অন্য হাদিসে এসেছে, ‘যত দিন মানুষ সময় হওয়া মাত্র ইফতার করবে, তত দিন দ্বিন বিজয়ী থাকবে। কেননা ইহুদি ও খ্রিস্টানরা ইফতারিতে দেরি করে।’ (সুনানে আবি দাউদ, হাদিস : ২৩৫৫)
৭. রাতের ইবাদতে মনোযোগী হওয়া : রাতের ইবাদত অতি মূল্যবান, বিশেষত শেষ রাতের। তাই রোজাদার ব্যক্তি রমজান মাসে রাতের ইবাদতের প্রতি অধিক মনোযোগী হবে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রমজানে ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় রাত জাগরণ করবে, তার পূর্ববর্তী সব গুনাহ ক্ষমা করা হবে।’ (সুনানে নাসায়ি, হাদিস : ৫০২৭)
৮. বেশি বেশি দোয়া করা : প্রাজ্ঞ আলেমরা বলেন, রমজান দোয়া কবুলের মাস। এ মাসে দোয়া কবুলের ঘোষণা দেওয়া হয়েছে। মহানবী (সা.) বলেন, ‘তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না : ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ১৭৫২)
৯. আশা ও ভয়ের সঙ্গে ইবাদত করা : মুমিন আল্লাহর ক্ষমা, দয়া ও অনুগ্রহের ব্যাপারে যেমন আশাবাদী থাকে, তেমনি আল্লাহর বিচার, কঠোরতা ও শাস্তিকে ভয় পায়। আশা ও ভয়ের সমন্বয়ে মুমিনের ঈমান পূর্ণতা লাভ করে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তারা সত্ কাজে প্রতিযোগিতা করত, তারা আমাকে ডাকত আশা ও ভীতির সঙ্গে এবং তারা ছিল আমার কাছে বিনীত।’ (সুরা : আম্বিয়া, আয়াত : ৯০)
উল্লিখিত আয়াতের ব্যাখ্যায় তাফসিরে সাদির প্রণেতা বলেন, ‘তারা ভালো কাজে প্রতিযোগিতা করে, তা উত্তম সময়ে পালন করে, তা যথাযথ পরিপূর্ণভাবে আদায় করবে, ভালো কাজের অতিরিক্ত অংশ সুযোগ থাকলে তারা পরিহার করবে না। তারা ভালো কাজের প্রতিদান হিসেবে দুনিয়া ও আখিরাতের কল্যাণ প্রত্যাশা করে। উভয় জগতের যেসব বিষয়ে সতর্ক করা হয়েছে সেগুলোর ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চায়। তারা আল্লাহর ব্যাপারে আশাবাদী ও ভীত, তারা উদাসীন ও অমনোযোগী নয়। তারা আল্লাহর প্রতি বিনয়ী ও বিনম্র। এগুলো হলো আল্লাহর পরিচয় লাভের নিদর্শন।’ (তাফসিরে সাদি)
১০. রোজা ভঙ্গে সহায়ক কাজ পরিহার করা : যেসব কাজ রোজা ভঙ্গের কারণ হতে পারে সেগুলো পরিহার করা। যেমন—গড়গড়া করে কুলি করা, বিনা প্রয়োজনে ও অসতর্কতার সঙ্গে খাবারের লবণ পরীক্ষা করা, স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়া ইত্যাদি। এসব কাজে যদিও রোজা ভঙ্গ হয় না, তবে এগুলো ভঙ্গের কারণ সংঘটনে সহায়ক। এ জন্য ফকিহ আলেমরা এগুলোকে মাকরুহ বলেন। (বিস্তারিত দেখুন : হিদায়া, রোজা অধ্যায়)
আল্লাহ সবাইকে রমজানের শিষ্টাচার রক্ষার তাওফিক দিন। আমিন।