<p>দৈনন্দিন জীবনে কোথাও যাওয়ার জন্য নানা ধরনের যানবাহনে আরোহণ করি। এ সময় আল্লাহর কাছে নিরাপত্তা চেয়ে দোয়া করা সুন্নত। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, </p> <p dir="rtl" style="text-align:center"><span style="font-size:22px"><strong>سُبْحْنَ الَّذِي سَخَّرَ لَنَا هُذَا وَ مَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبَّنَا لَمُنْقَلِبُونَ</strong></span></p> <p>অর্থ : পবিত্র তিনি, যিনি এ বাহনকে আমাদের নিয়ন্ত্রণে দিয়েছেন এবং আমরা এসবকে নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিলাম না। আমরা অবশ্যই আমাদের রবের কাছে ফিরে যাব। (সুরা : যুখরুফ, আয়াত : ১৩-১৪)</p> <p>হাদিস শরিফে এসেছে, রাসুল (সা.) বাহনে আরোহণের সময় একটি দোয়া পড়তেন। তা হলো :</p> <p dir="rtl" style="text-align:center"><strong>سُبْحَانَ الذي سَخَّرَ لَنَا هذا، وَما كُنَّا له مُقْرِنِينَ، وإنَّا إلى رَبِّنَا لَمُنْقَلِبُونَ، اللَّهُمَّ إنَّا نَسْأَلُكَ في سَفَرِنَا هذا البِرَّ وَالتَّقْوَى، وَمِنَ العَمَلِ ما تَرْضَى، اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هذا، وَاطْوِ عَنَّا بُعْدَهُ، اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ في السَّفَرِ، وَالْخَلِيفَةُ في الأهْلِ، اللَّهُمَّ إنِّي أَعُوذُ بكَ مِن وَعْثَاءِ السَّفَرِ، وَكَآبَةِ المَنْظَرِ، وَسُوءِ المُنْقَلَبِ في المَالِ وَالأهْلِ، وإذَا رَجَعَ قالَهُنَّ، وَزَادَ فِيهِنَّ: آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ، لِرَبِّنَا حَامِدُونَ.</strong></p> <p>উচ্চারণ : ‘সুবহানাল্লাজি সাখখারালানা হাজা, ওয়ামা কুন্না লাহু মুকরিনিন, ওয়াইন্না ইলা রব্বিনা লামুনকলিবুন।’ ‘আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাজা বিররা ওয়াত তাকওয়া, ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহুম্মা হাউইন আলাইনা সাফারানা হাজা, ওয়াতবি আন্না বুদাহ। আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফারি ওয়াল খালিফাতু ফিল আহলি। আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মি উয়াসাইস সাফারি ওয়া কাআবাতিল মানজারি, ওয়া সুইল মুনকালাবি ফিল মালি ওয়াল আহাল।’ </p> <p>সফর থেকে ফেরার পর পড়তেন : ‘আইবুনা, তাইবুনা আবিদুনা লি রব্বিনা হামিদুন।’  </p> <p>অর্থ : ওই সত্তার পবিত্রতা ঘোষণা করছি, যিনি আমাদের জন্য এই বাহনকে বশীভূত করেছেন। আমরা তা বশীভূত করতে সক্ষম নই। বস্তুত আমরা তার দিকেই প্রত্যাবর্তন করছি। হে আল্লাহ, এই সফরে আমরা আপনার কাছে কল্যাণ, আল্লাহভীতি ও তোমার সন্তুষ্টিদায়ক আমল চাই। হে আল্লাহ, আপনি আমাদের এই সফরকে সহজ করুন এবং এর দূরত্ব কমিয়ে দিন। হে আল্লাহ, আপনি সফরসঙ্গী এবং পরিবারের তত্ত্বাবধানকারী। হে আল্লাহ, আপনার কাছে সফরের কষ্ট, অপ্রীতিকর দৃশ্য এবং ফেরার পর সম্পদ ও পরিবারের ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি। যখন তিনি সফর থেকে ফিরতেন তখনো এই দোয়া পড়তেন এবং অতিরিক্ত বলতেন (অর্থ) : আমরা প্রত্যাবর্তনকারী, গুনাহ থেকে তাওবাকারী, আমাদের প্রতিপালকের ইবাদতকারী ও প্রশংসাকারী।</p> <p>হাদিস : আবদুল্লাহ বিন ওমর (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) যখন সফরের উদ্দেশ্যে বের হয়ে বাহনে আরোহণ করতেন, তখন তিনি তিনবার আল্লাহু আকবার বলতেন। এরপর (উল্লিখিত) দোয়াটি পড়তেন। এরপর সফর থেকে ফিরেও দোয়াটি পড়তেন এবং অতিরিক্ত দোয়াটি পড়তেন। (সহিহ মুসলিম, হাদিস : ১৩৪২) </p> <p><br />  </p>