<p>বেনাপোল বন্দর দিয়ে পাঁচ দিনে ২৭৭ মেট্রিক টন ৩০০ কেজি ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। কয়েক দফায় মোট ৯১টি ট্রাকে করে এই পরিমাণ ইলিশ পাঠানো হয়।</p> <p>গত বৃহস্পতিবার ২০টি ট্রাকে ৫৪ টন ৪৬০ কেজি, গত শনিবার ১৫টি ট্রাকে ৪৫ মেট্রিক টন ২০০ কেজি, রবিবার ছয়টি ট্রাকে ১৯ মেট্রিক টন, গত সোমবার ৩০টি ট্রাকে ৮৯ মেট্রিক টন এবং গতকাল মঙ্গলবার ২৩টি ট্রাকে ৬৯ মেট্রিক টন ৬৪০ কেজি ইলিশ ভারতে যায়। প্রতি কেজি ইলিশ রপ্তানি হচ্ছে ১০ ডলারে।</p> <p>বাংলাদেশি মুদ্রায় প্রতি কেজি ইলিশের মূল্য দাঁড়ায় এক হাজার ১৮০ টাকা। গতকাল বুধবার বেনাপোলে মাছের আড়তে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে এক হাজার ৭০০থেকে এক হাজার ৮০০ টাকায়। সে হিসাবে একই আকারের ইলিশ ভারতে রপ্তানি হচ্ছে ৫০০ টাকা কমে। বেনাপোল বন্দর ডেপুটি ডাইরেক্টর সজিব নাজির এ তথ্য জানান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘লাল তালিকামুক্ত’ হলো পাকিস্তান থেকে আসা সব পণ্য" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/03/1727934310-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘লাল তালিকামুক্ত’ হলো পাকিস্তান থেকে আসা সব পণ্য</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/10/03/1431369" target="_blank"> </a></div> </div> <p>বেনাপোল বন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক আসওয়াদুল আলম বলেন, ‘ইলিশ রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগের। তবে ইলিশের দেশীয় বাজারদরের সঙ্গে সংগতি রেখে মূল্য সমন্বয় করে রপ্তানি করলে প্রশ্ন উঠত না।’</p> <p>শার্শা উপজেলা মৎস্য আড়ত সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, ‘ভারতে কিভাবে এক হাজার ১৮০ টাকায় ইলিশ রপ্তানি হচ্ছে সে বিষয়ে সরকারের নজরদারি করা উচিত।’</p>