<p style="text-align:justify">জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।</p> <p style="text-align:justify">আজ মঙ্গলবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে নতুন প্রশাসনিক ভবনের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (পৌনে ১০টা) নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা।</p> <p style="text-align:justify">ভবনের মধ্যে পোষ্য কোটা নিয়ে সভায় বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সভা এখনও চলছে।</p> <p style="text-align:justify">এ বিষয়ে রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. বিপ্লব হোসেন বলেন, ‘উপাচার্য আগামীকাল ১০টা পর্যন্ত সময় চেয়েছিলেন। তবে শিক্ষার্থীরা রাত ৯টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘এর মধ্যে তিনি (উপাচার্য) এসে আমাদের দাবি-দাওয়ার বিষয়ে জানাবেন। যদি পোষ্য কোটা বাতিল না হয়, তাহলে আমরা শিক্ষার্থীরা কঠোর কর্মসূচির দিকে যাব।’</p> <p style="text-align:justify">এর আগে, আজ দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। তারা পোষ্য কোটা পুরোপুরি বাতিলের দাবি করেন।</p> <p style="text-align:justify">এর আগে গত রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে পোষ্য কোটা বাতিলের দাবিতে অনশন শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।</p> <p style="text-align:justify">প্রশাসনের আশ্বাসে ওই দিন দিবাগত রাতে অনশন ভাঙলেও পরদিন আবারও অনশন শুরু হয়। এরপর গতকাল রাতে পোষ্য কোটা নিয়ে নতুন সিদ্ধান্ত জানায় প্রশাসন।</p> <p style="text-align:justify">সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিবছর ৪০টি আসনে পোষ্য কোটায় শিক্ষার্থী ভর্তি করানো হবে। পোষ্য কোটায় ভর্তি হতে হলে অন্তত ৪০ শতাংশ নম্বর পেতে হবে। একজন চাকরিজীবী একবারই পোষ্য কোটা ব্যবহার করতে পারবেন। চাকরিজীবীর সন্তানদের ক্ষেত্রে এই কোটা প্রযোজ্য হবে।</p> <p style="text-align:justify">তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আজ সকাল ১১টার দিকে বিক্ষোভ মিছিল করেন কর্মকর্তা-কর্মচারীরা। তারা মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে যান।</p> <p style="text-align:justify">সেখানে গিয়ে তারা পোষ্য কোটা বাতিলসংক্রান্ত পোস্টার ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ এনেছেন শিক্ষার্থীরা। এ সময় প্রতিবাদ জানাতে গেলে এক শিক্ষার্থীকে কর্মকর্তা-কর্মচারীরা ধাক্কা দেন বলেও অভিযোগ উঠেছে। কর্মকর্তা-কর্মচারীদের দাবি, পূর্বের নিয়মেই পোষ্য কোটায় ভর্তি নিতে হবে।</p> <p style="text-align:justify">পোষ্য কোটাসংক্রান্ত সব শর্ত বাতিল ও ফের বহালের দাবিতে আগামীকাল থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। যদিও আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, এ ঘোষণার পেছনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সরাসরি ইন্ধন রয়েছে।</p>