আমেরিকায় মেডিক্যাল পড়া একটি স্বপ্নের বিষয়। কারণ, সেখানে পড়তে খরচ হয় প্রতিবছর ৬০ থেকে ৭০ হাজার ডলার। এবারে আমেরিকার সমুদ্রতীরবর্তী আর্কএঞ্জেল ইউনিভার্সিটি নিয়ে আসছে সেই সুযোগ, যেখানে বছরে মাত্র ১৫ হাজার ডলারে সেই স্বপ্ন পূরণ করতে পারছেন মেডিক্যাল শিক্ষার্থীরা।
স্কলারশিপ সুবিধা ও কম খরচের সুযোগ
মেডিক্যাল শিক্ষার প্রথম বছরে শিক্ষার্থীদের জন্য রয়েছে ৫ হাজার ডলারের স্কলারশিপ।
ফলে, প্রথম বছরে মাত্র ১০ হাজার ডলার ব্যয় করলেই হবে।
ভিসা হওয়ার পর ১ম বছরের টিউশন ফি-এর অর্ধেক দিয়ে পড়া শুরু করা যাবে এবং বাকী অর্ধেক ৬ মাস পর পরিশোধ করা যাবে।
এই সকল সুবর্ণ সুযোগ শিক্ষার্থীদের মেডিক্যাল ক্যারিয়ার গড়ার পথকে আরো সহজ ও সাশ্রয়ী করে তুলেছে।
চমৎকার শিক্ষার পরিবেশ
ক্যারাবিয়ান সাগরের নয়নাভিরাম সৌন্দর্যের মাঝে এন্টিগায় অবস্থিত আর্কএঞ্জেল ইউনিভার্সিটিটি একটি বিশ্বমানের মেডিক্যাল শিক্ষা ও গবেষণার স্থল, যেখানে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার স্বাস্থ্য ব্যবস্থা সমন্বিত পাঠ্যক্রম।
সেখানে শিক্ষার্থীরা ৬ বছর পড়াশুনা করতে পারবে এবং শেষের ২ বছর যুক্তরাষ্ট্র, ইউকে কিংবা কানাডায় ক্লিনিক্যাল রোটেশনের সুযোগ পাবে, যা শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করবে।
এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ USMLE পরীক্ষার প্রস্তুতির জন্য বিশেষ সহায়তা প্রদান করবে, যা যুক্তরাষ্ট্রে চিকিংসা পেশায় প্রবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কেন আর্কএঞ্জেল ইউনিভার্সিটি পছন্দ করবেন?
বিশ্বমানের মেডিক্যাল শিক্ষা ও গবেষণা- আর্কএঞ্জেল ইউনিভার্সিটির মেডিক্যাল শিক্ষা ও গবেষণার এই ক্ষেত্রটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার স্বাস্থ্য ব্যবস্থা সমন্বিত পাঠ্যক্রম অন্তর্ভুক্ত।
আধুনিক ল্যাব ও লাইব্রেরীর সুবিধা- ইউনিভার্সিটির লাইব্রেরিতে চিকিৎসা, সাহিত্য, জার্নাল এবং ডিজিটাল রিসোর্সের বিস্তৃত সংগ্রহ রয়েছে, যা গবেষণা ও অধ্যয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ একাডেমিক কেন্দ্র হিসেবে শিক্ষাথীদের পাশে রয়েছে সর্বক্ষণ।
শিক্ষার উন্নত ব্যবস্থা- শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে হাতে কলমে শিক্ষার পাশাপাশি 3D অ্যানাটমিক্যাল ভিজ্যুয়ালাইজেশনের মাধ্যমেও শিক্ষা দেয়া হয়ে থাকে।
AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার- AI ব্যবহার করে শিক্ষার্থীদের মতামত সংগ্রহ এবং ডাটা বিশ্লেষণের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর উপযোগী করে উন্নত শিক্ষা প্রদান।
বিশ্বমানের তালিকাভুক্ত - এন্টিগুয়া ও বারবুডা সরকারের পূর্ণ সমর্থন রয়েছে এই আর্কএঞ্জেল ইউনিভার্সিটির ওপর, যা আর্কএঞ্জেল ইউনিভার্সিটিকে করে তুলেছে বিশ্বমানের তালিকাভুক্ত।
ছাত্র ও শিক্ষকের অনুপাত কম - আর্কএঞ্জেল ইউনিভার্সিটিতে শিক্ষক ও ছাত্রের অনুপাত কম হওয়ায় ছাত্র ও শিক্ষকের মাঝে থাকবে এক সুসম সম্পর্ক।

মেডিক্যাল শিক্ষার্থীরা কি কি আন্তর্জাতিক সুবিধা পাবেন?
অধ্যয়নের শেষ ২ বছর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা কানাডায় সরাসরি ক্লিনিক্যাল রোটেশনের সুযোগ রয়েছে।
আমেরিকান মেডিক্যাল লাইসেন্স (USMLE) পরীক্ষার জন্য প্রস্তুতি ও সাহযোগীতা রয়েছে।
আর্কএঞ্জেল ইউনিভার্সিটিতে ভর্তি সুবিধা কি থাকছে
IELTS স্কোর এর প্রয়োজন নেই। শুধু ইংরেজীতে দক্ষতা থাকলেই যথেষ্ট।
NRBC ব্যাংকের স্টুডেন্ট লোন অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে। এটি পড়াশুনার খরচ বহনে সহায়ক হবে।
ফি পরিশোধেও থাকছে বিশেষ সুবিধা। যেমন ভিসা প্রসেসিং ফি মাত্র ২৫০ ডলার। ভিসা পাওয়ার পর ১ম বছরের টিউশন ফি-র অর্ধেক মাত্র পরিশোধ করতে হবে। বাকী অর্ধেক ৬ মাস পর পরিশোধ করা যাবে।
আবেদনকারীকে বিজ্ঞান বিভাগের হতে হবে। GPA-তে ৪ থাকলেই প্রি-মেডিক্যাল প্রোগ্রামে আবেদন করা যাবে।

আবেদন করবেন যেভাবে
Arkangel University- এর ওয়েবসাইটে আবেদন করতে হবে। (www.arkangel.org.ag)। এজন্য প্রাইম একাডেমি বাংলাদেশ অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে।
প্রাথমিক আবেদন সম্পন্ন করে ইন্টারভিউ-তে অংশগ্রহণ করতে হবে।
ভিসা পাওয়ার পর ১ম বছরের টিউশন ফি-র অর্ধেক দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।

আন্তর্জাতিক মেডিক্যাল মার্কেটে কাজ করার অপার সম্ভাবনা নিয়ে আর্কএঞ্জেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেডিক্যাল পড়ার স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে এবং খুলে দিয়েছে বিশ্বব্যাপী নতুন দিগন্ত। আসন সীমিত বলে আগ্রহী শিক্ষার্থীরা অতি দ্রুত আবেদন করা প্রয়োজন।
বাংলাদেশে যোগাযোগ: প্রাইম একাডেমি, সুইট ৫০৪০, লিফট ৫, সীমান্ত সম্ভার, বিজিবি গেট, রোড ২, ধানমন্ডি, ঢাকা-১২১৫, মোবাইল নম্বর- ০১৩০০২৯০৪৯২।