ফরিদপুর সদরপুরে স্যালো বা ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের প্রতিযোগিতা চলছে। স্থানীয় কতিপয় ব্যক্তি বিভিন্ন নদী ও খাল থেকে মাটি-বালি উত্তোলন করে রমরমা ব্যবসা চালিয়ে আসছেন। পাশাপাশি চলছে কৃষিজমি ভরাট করে জমজমাট পোলাটিং ব্যবসা। এসব অভিযোগ উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের মৃত লালমিয়া বেপারীর ছেলে নুরু বেপারীর বিরুদ্ধে।
আরো পড়ুন
সবসময় আমরা চাঁদের এক দিকই দেখি কেন?
নিয়মনীতির তোয়াক্কা না করে প্রশাসনের নাকের ডগায় তিনি এসব অবৈধ ব্যবসা চালিয়ে আসলেও দেখার কেও নেই।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ কাঞ্চিরাম ডাঙ্গি এলালায় সরেজমিনে দেখা যায়, নিয়মনীতির তোয়াক্কা না করে পাকা সড়কের পাশে বোরিং করে একটি ডোবায় অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলণ করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দা জানান, পাকাসড়কের পাশের একটি ডোবা থেকে গত কয়েকদিন থেকে খেজুরতলা এলাকার নুরু বেপারী অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলণ করছেন। ফলে হুমকির মুখে পড়েছে পাকা সড়ক।
আরো পড়ুন
বিএনপি নেতার হাতে পৌরসভার হিসাবরক্ষক লাঞ্চিত, প্রতিবাদে মানববন্ধন
দক্ষিণ কাঞ্চিরাম ডাঙ্গি গ্রামের কৃষক ইয়াকুব আলী বলেন, ভূমি অফিসের লোক এসে ড্রেজার বন্ধের কথা বললে কয়েকদিন ড্রেজার বন্ধ ছিল। আবার শুরু হয়েছে। আমাদের এলাকার লোকজন এসে এটি লাগানোর সময় বাধা দিয়েছিল, কিন্তু এরা শুনেনি। ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার কারণে প্রতিবছর আমাদের কৃষিজমি বিলীন হয়ে যাচ্ছে।
ড্রেজার মালিক নুরু বেপারী বলেন, 'আমি দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন চালাচ্ছি। এতে কোনো সমস্যা হচ্ছে না।'
আরো পড়ুন
দেশের ৯৯ শতাংশ পোশাক কারখানা চালু
সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন বলেন, 'যে এলাকায় বালু উত্তোলন করা হচ্ছে, খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'