দরজা-জানালা বন্ধ করে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াচ্ছেন তাঁরা!

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
শেয়ার
দরজা-জানালা বন্ধ করে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াচ্ছেন তাঁরা!
ছবি : সংগৃহীত।

করোনার সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক ঘোষিত কঠোর লকডাউনে সব কিছু বন্ধ রয়েছে। এরই মধ্যে বিধি-নিষেধ উপেক্ষা করে বরগুনার বেতাগী পৌরসভায় বেশ কিছু শিক্ষক তাদের নিজের বাসায় বসে এবং কেউ বিদ্যালয়ের আশপাশে কক্ষ ভাড়া নিয়ে দরজা-জানালা বন্ধ করে শিশু ও কিশোর শিক্ষার্থীদের প্রাইভেট ও কোচিং ক্লাসে পড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গোপন সূত্রে জানা গেছে, পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশের এলাকা, সরকারি কলেজের আশপাশে, ৩ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ডের আশপাশের এলাকা, ৭ নম্বর ওয়ার্ডের বাজার এলাকায় কয়েকজন শিক্ষক তৃতীয় শ্রেণি থেকে  সপ্তম শ্রেণির সব বিষয়, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির গণিত, ইংরেজি, বাংলা, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান, তথ্য ও  যোগাযোগ প্রযুক্তি পড়াচ্ছেন।

প্রাইভেট ও কোচিংয়ে পড়তে যাওয়া এসব শিক্ষার্থী নতুন কৌশল অবলম্বন করে শপিং ব্যাগে করে বই-খাতা, কাঠ পেনসিল, কলমসহ শিক্ষা উপকরণ নিয়ে যাচ্ছে।

সকাল ৭ থেকে দুপুর ১২টা পর্যন্ত, দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৬টা এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত পড়াচ্ছেন। একেকটা ব্যাচে ৮-১৫ জন করে শিক্ষার্থী পড়াচ্ছেন এসব শিক্ষক।

কেউ জিজ্ঞেস করলে শিক্ষার্থীরা আত্মীয়-স্বজনের বাসায় একটু বেড়াতে যাচ্ছে এ ধরনের কৌশল অবলম্বন করছে।

তবে একাধিক অভিভাবক জানান, 'করোনার সংক্রমণ বেড়ে গেছে, এ অবস্থায় পৌরসভা এলাকায় সরকারি বিধি-নিষেধ অমান্য করে কঠোর লকডাউনের মধ্যে ঝুঁকি নিয়ে না পড়ালে ভালো হতো।

'

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বলেন, 'কঠোর লকডাউনে সরকারি বিধি-নিষেধ অমান্য করে যারা পড়াবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

মন্তব্য

সম্পর্কিত খবর

জুলাই যোদ্ধা শহীদ হৃদয়ের বাবাকে রিকশা সহায়তা

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী প্রতিনিধি
শেয়ার
জুলাই যোদ্ধা শহীদ হৃদয়ের বাবাকে রিকশা সহায়তা
ছবি : কালের কণ্ঠ

জুলাই যোদ্ধা শহীদ মো. আশিকুর রহমান হৃদয়ের (১৭) বাবাকে রিকশা ও আর্থিক সহায়তা দিয়েছে পটুয়াখালী জেলা প্রশাসন। রবিবার (৬ এপ্রিল) জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন এই সহায়তা তুলে দেন। 

জেলা প্রশাসক বলেন, ‘একজন সাহসী তরুণের মৃত্যুর খবর আমাদের নাড়া দিয়েছে। তার পরিবারের কষ্ট লাঘবে আমরা যতটুকু সম্ভব সহায়তা করছি।

একজন বাবা যেন সন্তান হারিয়ে সম্পূর্ণ ভেঙে না পড়েন, সেই জন্য তাকে একটি অটোরিকশা দেওয়া হয়েছে। এ ছাড়া তার অসুস্থ ছোট ছেলের চিকিৎসা যেন সঠিকভাবে হয় সেটিও আমরা নিশ্চিত করব।’

আরো পড়ুন
৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি

৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি

তিনি আরো বলেন, ‘সরকার সব সময় মানুষের পাশে আছে। বিশেষ করে যারা গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রেখেছে।

তাদের পরিবারের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।’

হৃদয় ৪ এপ্রিল বিকেলে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মারা গেছে। জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়।

আরো পড়ুন
মায়ানমারের মাইন বিস্ফোরণে বাংলাদেশি জেলের পা বিচ্ছিন্ন

মায়ানমারের মাইন বিস্ফোরণে বাংলাদেশি জেলের পা বিচ্ছিন্ন

মন্তব্য

৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি
ফাইল ছবি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য রংপুর জেলা বিএনপি ও বদরগঞ্জ উপজেলা বিএনপির ৬ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ রবিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন রংপুর জেলা বিএনপি ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী সরকার, রংপুর জেলা বিএনপির সদস্য ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিক, বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল হক মানিক, মধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক, কালুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সামছুল হক এবং বিষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গোলাম কিবরিয়া।

বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করার কথা জানানো হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের অস্ত্রাঘাতে মাদক ব্যবসায়ীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের অস্ত্রাঘাতে মাদক ব্যবসায়ীর মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে রনি (৩২) নামের এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া সড়কের এলাহিপল্লী মোড়ে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রনি কলাগাছিয়া ইউনিয়নের মাধবপাশা এলাকার ছলিমুদ্দিন ওরফে ছইল্লা মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। 

ওসি তরিকুল ইসলাম বলেন, ‘নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাকে কারা হত্যা করেছে এবং কী কারণে করা হয়েছে, তা এখনই বলা সম্ভব হচ্ছে না।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে বিস্তারিত বলা যাবে।’ 

এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

মন্তব্য

বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
শেয়ার
বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাইয়ের মৃত্যু
প্রতীকী ছবি

ময়মনসিংহে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই লাল চাঁন (২২) মারা গেছেন। রবিবার (৬ এপ্রিল) সদর উপজেলার খাগডহর ইউনিয়নের মির্জাপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বড় ভাই জালাল উদ্দিনকে (৩৫) আটক হয়েছে। 

লাল চাঁন মির্জাপুর মধ্যপাড়া এলাকার মৃত ইসলাম উদ্দিনের ছেলে।

আরো পড়ুন
গরমে বাড়িতে তৈরি করুন বেলের শরবত, রইল কয়েকটি রেসিপি

গরমে বাড়িতে তৈরি করুন বেলের শরবত, রইল কয়েকটি রেসিপি

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, পারিবারিক বিরোধে এ ঘটনা ঘটতে পারে। ঘটনার সময় তাদের ভগ্নিপতি দুই ভাইকে নিয়ে আলোচনা করছিলেন। এ সময় দুই ভাইয়ের মাঝে তর্কাতর্কি শুরু হলে লাল চাঁনকে দা দিয়ে ঘাড়ে কোপ দেন জালাল। 

ওসি বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন
মায়ানমারের মাইন বিস্ফোরণে বাংলাদেশি জেলের পা বিচ্ছিন্ন

মায়ানমারের মাইন বিস্ফোরণে বাংলাদেশি জেলের পা বিচ্ছিন্ন

মন্তব্য

সর্বশেষ সংবাদ