করোনার সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক ঘোষিত কঠোর লকডাউনে সব কিছু বন্ধ রয়েছে। এরই মধ্যে বিধি-নিষেধ উপেক্ষা করে বরগুনার বেতাগী পৌরসভায় বেশ কিছু শিক্ষক তাদের নিজের বাসায় বসে এবং কেউ বিদ্যালয়ের আশপাশে কক্ষ ভাড়া নিয়ে দরজা-জানালা বন্ধ করে শিশু ও কিশোর শিক্ষার্থীদের প্রাইভেট ও কোচিং ক্লাসে পড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গোপন সূত্রে জানা গেছে, পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশের এলাকা, সরকারি কলেজের আশপাশে, ৩ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ডের আশপাশের এলাকা, ৭ নম্বর ওয়ার্ডের বাজার এলাকায় কয়েকজন শিক্ষক তৃতীয় শ্রেণি থেকে সপ্তম শ্রেণির সব বিষয়, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির গণিত, ইংরেজি, বাংলা, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পড়াচ্ছেন।
প্রাইভেট ও কোচিংয়ে পড়তে যাওয়া এসব শিক্ষার্থী নতুন কৌশল অবলম্বন করে শপিং ব্যাগে করে বই-খাতা, কাঠ পেনসিল, কলমসহ শিক্ষা উপকরণ নিয়ে যাচ্ছে।