ঢাকা, সোমবার ০৭ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৬

ঢাকা, সোমবার ০৭ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৬

বাড়ছে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত শিশু রোগী

মাহফুজ শাকিল, কুলাউড়া
মাহফুজ শাকিল, কুলাউড়া
শেয়ার
বাড়ছে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত শিশু রোগী
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে চলছে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত শিশুদের চিকিৎসা। ছবি : কালের কণ্ঠ

মৌলভীবাজারের কুলাউড়ায় এক মাস ধরে তীব্র শীত ও ঠাণ্ডাজনিত কারণে নিউমোনিয়া, সর্দি-কাশি, জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত রোগের প্রকোপ বাড়ছে। গত ১০ দিনে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে অর্ধশতাধিক শিশু। এর মধ্যে অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। এ ছাড়া প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগেও শতাধিক শিশু প্রাথমিক চিকিৎসা নিচ্ছে।

তবে আতঙ্কিত না হয়ে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পাশাপাশি প্রতিরোধের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

kalerkanthoউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, চলতি ফেব্রুয়ারির ১ থেকে ১০ তারিখ পর্যন্ত ৩২ জন শিশু ডায়রিয়ায় এবং নিউমোনিয়ায় ১৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে ডায়রিয়া আক্রান্ত ২১ জন ও ৯ জন নিউমোনিয়া আক্রান্ত শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।  

গত বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে দেখা যায়, ৫০ শয্যা হাসপাতালের পুরুষ ওয়ার্ড করোনা রোগীদের জন্য সংরক্ষিত করে রাখা হয়েছে।

মহিলা ওয়ার্ডে বিভিন্ন বয়সী নিউমোনিয়া ও ডায়রিয়া রোগী শিশুদের চিকিৎসা চলছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিভাবকরা তাঁদের হাসপাতালের আবাসিক ওয়ার্ডে অসুস্থ শিশুর চিকিৎসা করাচ্ছেন।

হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত উপজেলার রাউত্গাঁও ইউনিয়নের চৌধুরীবাজার এলাকার ১০ মাস বয়সী নাফিসা তাবাসসুম রাইসা। তার মা নাসিমা আক্তার বলেন, ‘পাঁচ দিন আগে আমার মেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়।

ডাক্তার দেখিয়েছি, কিন্তু ডায়রিয়া আরো বেড়েছে। তাই বুধবার থেকে হাসপাতালে নিয়ে এসেছি। ’

নিউমোনিয়া আক্রান্ত পাঁচ মাস বয়সী নাহিয়ানের মা শাহিদা আক্তার বলেন, ‘গত কয়েক দিনের শীতে আমার ছেলের জ্বর হয়। জ্বর বাড়ায় ৮ তারিখ থেকে হাসপাতালে নিয়ে এসেছি। ’ রাউত্গাঁওয়ের পালগ্রামের বাসিন্দা আয়েশা আক্তার বলেন, ‘আমার দেড় বছরের মেয়ে মরিয়ম আক্তার এক মাস ধরে কাশি ও হালকা জ্বরে আক্রান্ত।

কাশি না কমায় পরীক্ষা করে নিউমোনিয়া ধরা পড়ে। ছয় দিন ধরে মেয়েকে নিয়ে হাসপাতালে আছি। ’ বরমচালের খাদিমপাড়ার বাসিন্দা জুবেল মিয়া বলেন, ‘দুই সপ্তাহ ধরে ১৫ মাসের ছেলে রাব্বির জ্বর। অবস্থা খারাপ হওয়ায় বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করেছি। জ্বরের সঙ্গে খিঁচুনি থাকায় চিকিৎসক আমার ছেলেকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যেতে বলেছেন। ’

নিউমোনিয়ায় আক্রান্ত উপজেলার পৃথিমপাশার গণকিয়া গ্রামের দুই মাস বয়সী আয়েশার মা তাহমিনা আক্তার, রাউত্গাঁওয়ের কৌলা গ্রামের তিন মাস বয়সী শিশু তোহার মা পুষ্পা বেগম, ডায়রিয়ায় আক্রান্ত ১৫ মাস বয়সী শিশু সানির মা নার্গিস বেগমসহ একাধিক শিশু রোগীর অভিভাবক বলেন, জানুয়ারি মাস থেকে শুরু হওয়া তীব্র শীতে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছে বাচ্চারা। বেশ কয়েক দিনে জ্বর-সর্দির সঙ্গে ডায়রিয়াও বেড়েছে। অবস্থা ভালো না হওয়ায় হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করতে হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. জাকির হোসেন বলেন, ‘শিশুদের বাড়তি যত্ন নেওয়ার জন্য সব শিশুর মাকে আরো সচেতন হতে হবে। বাচ্চারা যাতে ধুলাবালি না লাগায় এবং ঠাণ্ডা না লাগায় সেদিকে লক্ষ রাখতে হবে। শিশুরা যাতে সব সময় গরম কাপড় পরে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। বিশেষ করে শিশুর মাকে হাত ভালোভাবে সাবান দিয়ে ধৌত করে বাচ্চাদের যেন খাবার পরিবেশন করে। তাহলেই এই সময়ে বাচ্চাদের ঠাণ্ডাজনিত রোগ থেকে রক্ষা করা যাবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার বলেন, ‘ঠাণ্ডা বেড়ে যাওয়ায় প্রতিদিন রোগীর সংখ্যাও বাড়ছে হাসপাতালে। আমরা সার্বক্ষণিক হাসপাতালে ভর্তি রোগী ও হাসপাতালে বহির্বিভাগের আগত শিশু রোগীসহ অন্য রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। তা ছাড়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় স্বাস্থ্য পরিদর্শকদের মাধ্যমেও সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। ’

মন্তব্য

সম্পর্কিত খবর

হঠাৎ অসুস্থ হয়ে কুমিল্লায় সিসিইউতে ভর্তি বরকত উল্লাহ বুলু

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি
শেয়ার
হঠাৎ অসুস্থ হয়ে কুমিল্লায় সিসিইউতে ভর্তি বরকত উল্লাহ বুলু
হাসপাতালে ভর্তি বরকত উল্লাহ বুলু। ছবি: কালের কণ্ঠ

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু অসুস্থ হয়ে কুমিল্লা নগরীর একটি প্রাইভেট হাসপাতালের সিসিইউতে (অ্যাডভান্সড করোনারি কেয়ার ইউনিট) ভর্তি হয়েছেন।

রবিবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে তাকে নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসার বিষয়ে খোঁজ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর-রশিদ ইয়াছিনসহ স্থানীয় নেতারা।

রাত সোয়া ১১টায় কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, রবিবার রাত ৮টায় নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন বরকত উল্লাহ বুলু। কুমিল্লার লাকসাম উপজেলা পার হওয়ার পর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে রাত ৯টার দিকে বিএনপি নেতাকর্মীরা তাকে দ্রুত রিসিভ করে কুমিল্লা নগরীর একটি হাসপাতালে ভর্তি করান।

এ বিষয়ে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, খবর পেয়ে দ্রুত কুমিল্লা মুন হাসপাতালে ভর্তি করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। এখন তিনি সিসিইউতে আছেন। ঢাকায় চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য

টঙ্গীতে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক খুন

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
টঙ্গীতে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক খুন
প্রতীকী ছবি

টঙ্গীতে একটি খোলা মাঠে আলিমুল (২৫) নামে এক পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। নিহত আলিমুল নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কলিমুদ্দিনের ছেলে। সে মুদাফ এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি গার্মেন্টসে পোশাক শ্রমিকের কাজ করতেন।

রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে টঙ্গী পশ্চিম থানাধীন ৫২নং ওয়ার্ডের বড় দেওড়া মুদাফা এলাকার উত্তরা প্রবর্তন সিটির মাঠে এই ঘটনা ঘটে।

নিহতের বুকের বাম পাশে দাঁড়াল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহত যুবকের গায়ে সাদাকালো চেক শার্ট ও নেভি ব্লু জিন্স প্যান্ট ছিল।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রবর্তন মাঠে হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ শোনে মানুষ দৌড়ে যায়। সেখানে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত যুবককে উদ্ধার করে স্থানীয় লোকজন উত্তরার ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

রাত ৮টা ২৫ মিনিটে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক ডা. তারানা বিনতে আনোয়ার মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা রেজওয়ান জানান, আমার ভাতিজা মুদাফা এলাকার একটি গার্মেন্টসে চাকরি করে। আগামীকাল তার অফিস খোলা। কিন্তু একদিন আগেই আলিমুল বাড়ি থেকে টঙ্গীতে যান।

এরপর আজ রাতে তার মৃত্যুর সংবাদ পাই।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান কালের কণ্ঠকে খুনের সংবাদটি নিশ্চিত করে বলেন, নিহতের পরিচয় শনাক্ত ও আসামি গ্রেপ্তারে কাজ চলছে।

মন্তব্য

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় ৬ নেতা বহিষ্কার

রংপুর অফিস
রংপুর অফিস
শেয়ার
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় ৬ নেতা বহিষ্কার

রংপুরের বদরগঞ্জে একটি টিনের দোকানকে ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন দলের হাইকমান্ড। রবিবার (৬ এপ্রিল) দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য ৬ নেতাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে রংপুর জেলা বিএনপি ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী সরকার, রংপুর জেলা বিএনপির সদস্য ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির মানিক,  বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল হক মানিক, উপজেলার ১০নং মধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক, ১৩নং কালুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সামছুল হক এবং ১৪নং বিষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গোলাম কিবরিয়া।

মন্তব্য

বিয়ের অনুষ্ঠান থেকে আ. লীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ প্রতিনিধি
শেয়ার
বিয়ের অনুষ্ঠান থেকে আ. লীগ নেতা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

ময়মনসিংহের গফরগাঁয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল হামিদ মনসুরকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ এপ্রিল) বিকেলে তাকে একটি বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়।

মনসুর উপজেলার ৩ নম্বর চরআলগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি নয়াপড়া গ্রামের মৃত জনাব আলীর ছেলে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরো পড়ুন
দীর্ঘদিন টমেটো ভালো রাখবেন যেভাবে

দীর্ঘদিন টমেটো ভালো রাখবেন যেভাবে

স্থানীয় সূত্র জানায়, রবিবার বিকেল ৩টার দিকে ভাটিপাড়া এলাকায় বন্ধুর ভাতিজির বিয়েতে যান মনসুর। ওই সময় পুলিশের একটি দল তার উপস্থিতি নিশ্চিত করে গ্রেপ্তার করে। 

মন্তব্য

সর্বশেষ সংবাদ