<p>খুলনা মহানগরীর ঐতিহ্যবাহী শিববাড়ি মোড়সহ দুটি মোড়ের নাম পরিবর্তনের উদ্যোগ থেকে সরে আসছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। এ নিয়ে সংবাদ প্রকাশ ও ব্যাপক নাগরিক প্রতিক্রিয়ার এমন সিদ্ধান্ত আসছে নগর সংস্থা। </p> <p>এর মধ্যে শিববাড়ি মোড়কে ‘বঙ্গবন্ধু চত্বর’ ও বর্তমান বঙ্গবন্ধু চত্বর (শেরে বাংলা রোড ও কেডিএ এভিনিউয়ের সংযোগস্থল) নাম পরিবর্তন করে শহীদ শেখ আবু নাসের চত্বর করার উদ্যোগ নেওয়া হয়েছিল।</p> <p>খুলনা সিটি মেয়র ও নগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।</p> <p>করপোরেশনের প্রধান নির্বাহীর স্বাক্ষরে ডাকা আজ রবিবার বেলা ১১টায় কেসিসির ১৯তম সাধারণ সভায় বিষয়টি ৫ নম্বর আলোচ্যসূচিতে রাখা হয়েছিল। এ সভায় মোট আলোচ্যসূচি রাখা হয়েছে ১৪টি।</p> <p>খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, 'ঐতিহ্যবাহী শিববাড়ি মোড়সহ দুটি মোড়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। কাল (রবিবার) মিটিংয়ে গিয়ে আমি প্রথমেই এটি বাতিল করব এবং দেখব কে বা কারা এজেন্ডায় এটি ঢুকিয়েছে।'</p> <p>এদিকে ঐতিহ্যবাহী শিববাড়ি মোড়ের নাম পরিবর্তন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন নাগরিক সংগঠনের নেতারা। সোশ্যাল মাধ্যমে এসংক্রান্ত সংবাদ ও নোটিশের চিঠিটি ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।</p> <p>প্রতিক্রিয়ায় তারা বলেন, অতীত ও ঐতিহ্য ক্ষুণ্ন করে নাম পরিবর্তন সঠিক হবে না। এর আগে যুদ্ধাপরাধে অভিযুক্ত দেলাওয়ার হুসেইন সাঈদীও শিববাড়ি মোড়ের নাম পরিবর্তন করে বাবরী চত্বরের নামফলক স্থাপন করেছিলেন। কিন্তু সে সময় সকলের বিরোধিতায় তা পণ্ড হয়ে যায়।</p>