<p style="text-align:justify">বগুড়া শহরের বৃন্দাবনপাড়ায় একটি মাজারের খাদেম জামাল উদ্দিন খাজাকে হত্যার ঘটনায় নিহতের ভগ্নিপতিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। সেই সঙ্গে উভয় আসামির ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।</p> <p style="text-align:justify">মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এই রায় ঘোষণা করেন।</p> <p style="text-align:justify">দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার রানীরহাট বয়রাদীঘি গ্রামের মৃত আছিমুদ্দিন প্রামাণিকের ছেলে নিহতের ভগ্নিপতি মোজাফফর হোসেন ও বগুড়া শহরের পূর্ব বৃন্দাবনপাড়ার নিহত খাদেম জামাল উদ্দিন খাজার স্ত্রী জেসমিন আকতার। ২০২২ সালের ২৬ নভেম্বর নিহতের ছেলে জেমস রিমন বাদী হয়ে বগুড়া সদর থানায় এই হত্যা মামলা করেন।</p> <p style="text-align:justify">আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসিমুল বারী হলি জানান, বাদীর মামলায় কোনো আসামির নাম উল্লেখ না থাকলেও পুলিশি তদন্তে দণ্ডপ্রাপ্ত দুই আসামির সম্পৃক্ততা মেলে। পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ মঙ্গলবার ওই দুজনের বিরুদ্ধে আদালত রায় ঘোষণা করেন।</p> <p style="text-align:justify">মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২২ সালের ২৪ নভেম্বর রাতে শহরতলির ফুলদীঅঘি গ্রামে বাদী জেমস রিমনের ফুফু মারা যান। বাদী তার মা-বাবার সঙ্গে পরের দিন সকালে সেখানে জানাজায় অংশ নিতে যান। জানাজার পরে তিনি ও তার মা বাড়িতে ফিরলেও তার বাবা সেখানেই ছিলেন। তারা বাড়ি ফিরে ঘর তালাবদ্ধ করে পাশের বাসায় চাবি রেখে দুপুর পর সদর উপজেলার হরিপুর গ্রামে তার মা জেসমিনকে নানার বাড়িতে রেখে শ্বশুরবাড়ি যান। </p> <p style="text-align:justify">পরের দিন সকালে তিনি বাড়ি ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি শুরু করেন। পরে এলাকাবাসীর সহায়তায় ভেতরে ঢুকে তার বাবা জামাল উদ্দিন খাজাকে কম্বল মোড়ানো অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। কম্বর সরিয়ে দেখতে পান তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।</p>