<p style="text-align:justify">গাজীপুরের বিভিন্ন গার্মেন্টস কারখানায় নৈরাজ্য, বিশৃঙ্খলা ও ভাঙচুরের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মহানগরের বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে টঙ্গী থেকে এই কর্মসূচি শুরু হয়।</p> <p style="text-align:justify">দলীয় সূত্র জানায়, গাজীপুরের গার্মেন্টস কারখানা অধ্যুষিত এলাকা টঙ্গী, গাছা ও চৌরাস্তার বিভিন্ন কারখানা এলাকায় তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন।</p> <p style="text-align:justify">গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক কর্মীরা এসব অবস্থান কর্মসূচিতে অংশ নেন।</p> <p style="text-align:justify">মহানগর বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার সকালে টঙ্গীর বিসিক শিল্প এলাকা ও লিলি ফুড মোড়ে টঙ্গী পূর্ব মেট্রো থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন। </p> <p style="text-align:justify">এসব অবস্থান কর্মসূচি চলাকালে বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন কারখানার মালিক, কর্মকর্তা ও শ্রমিকদের সঙ্গে কর্মপরিবেশ নিয়ে কথা বলেন। গার্মেন্টস সেক্টরের স্থিতিশীল পরিবেশ যাতে কেউ নষ্ট করতে না পারে, সে জন্য তাদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। বিএনপির এ ধরনের কর্মসূচিতে সন্তোষ প্রকাশ করেন মালিক শ্রমিকরা।</p> <p style="text-align:justify">গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে বিভিন্ন দাবি আদায়ের নামে কিছু লোক শ্রমিকদের ব্যবহার করে আন্দোলনের নামে নানা ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। অনেক কারখানা মালিক ও প্রশাসনের লোকজন আমাদের সহযোগিতা চেয়েছেন। তাই আমরা নেতাকর্মীদের নিয়ে আজ মহানগরের বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছি।’</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘কোনো পক্ষ যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে এ জন্য আমরা কারখানা কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা প্রদান অব্যাহত রাখব।’</p>