<p>ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এসএ খতিয়ান জালিয়াতি করে নামজারি করার দায়ে পাঁচজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসাইন এই রায় দেন।</p> <p>দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বড় পলাশবাড়ী গ্রামের নুরুল ইসলাম (৫৫), সাদ্দাম হোসেন (৩৩), আশরাফুল ইসলাম (৩৮), খতিব উদ্দীন (৪০) ও তার ভাই ভাসানী আলম (৩৮)।</p> <p>এসি ল্যান্ড আরাফাত হোসাইন বলেন, ‘বড় পলাশবাড়ী মৌজার ৯১৪ নম্বর খতিয়ানের মালিকানা একজনের নামে রেকর্ডভুক্ত রয়েছে। ওই খতিয়ান জালিয়াতি করে একাধিক ব্যক্তির নাম সংযুক্ত করে ২০২৩-২৪ অর্থবছরে নামজারির জন্য উপজেলা ভূমি অফিসে আবেদন করে একটি চক্র। ওই সময় খারিজের আবেদন মঞ্জুর হয়ে গেলেও সম্প্রীতি বিষয়টি আমাদের নজরে এসেছে।’ </p> <p>ভূমি অফিসের সেবা নিতে কোনো মাধ্যম ছাড়া সরাসরি এসি ল্যান্ডের দপ্তরে আসার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এরূপ কাজ কেউ করলে এর চেয়ে কঠিন শাস্তির আওতায় আনা হবে।</p>