<p style="text-align:justify">যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, বিদেশে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে রাজপথে রাজনৈতিক শক্তিশালী ভিত ধরে রাখতে হবে।</p> <p style="text-align:justify">শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে আয়োজিত যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। </p> <p style="text-align:justify">এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ তিনটি সংগঠনের কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। </p> <p style="text-align:justify">সংগঠন তিনটির নেতাদের উদ্দেশে আব্দুল মোনায়েম মুন্না বলেন, ‘আপনারা এমন কোনো কাজ করবেন না, যাতে সাধারণ মানুষ আপনাদের খারাপ মনে করে।’ এ সময় তিনি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সমাজে চলার আহ্বান জানান। </p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘মানুষকে ভয় দেখিয়ে নয় বরং মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে। এ ছাড়া আগামীতে বিএনপিকে ক্ষমতায় আসতে হলে কঠিন নির্বাচনী বৈতরণী পার হতে হবে। এ ছাড়া আওয়ামী লীগের লোকজন এখনো সমাজে চলাফেরা করছে, এ জন্য চোখ-কান খোলা রেখে মেধা দিয়ে চলতে হবে।’ </p> <p style="text-align:justify">এ ছাড়া দলীয় সব নির্দেশনা মেনে চলার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। <br /> কর্মী সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। </p> <p style="text-align:justify">অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লা হোসেন তারেক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি নাসির উদ্দিন মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্যসচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মণি, ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি। এ সময় বাংলাদেশ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা নেতৃরা বক্তব্য দেন।</p>