<p>পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রেলওয়ে স্টেশন মাস্টারের কক্ষ ও টিকেট কাউন্টারের আশপাশ এলাকায় বৃষ্টির পানি ঢুকেছে। এতে দুর্ভোগে পড়েছে রেলওয়ে স্টেশনের কর্মকর্তা, কর্মচারীসহ সেবা নিতে আসা সাধারণ যাত্রীরা। </p> <p>রবিবার (৬ অক্টোবর) বিকেলে জামালপুরের সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন এলাকায় সরজমিন ঘুরে এই চিত্র দেখা যায়।</p> <p>সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টাকা বৃষ্টিতে সরিষাবাড়ী উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার নিচু এলাকার বেশ কয়েকটি রাস্তা ডুবে গেছে। পানি নিষ্কাশনের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় পৌরসভা কোনো ব্যবস্থা গ্রহণ না করায় স্থানীয় সাধারণ মানুষ ও স্টেশনের যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। দ্রুত জলাবদ্ধতার স্থায়ীভাবে সমাধানের দাবি জানান সাধারণ মানুষ। </p> <p>স্থানীয়দের অভিযোগ, সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনের প্লাটফর্মটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থা ছিল। কিছুদিন আগে প্লাটফর্মটি সংস্কার করে উঁচু করা হয়। এর ফলে রেলওয়ের স্টেশন মাস্টার কক্ষ, টিকেট কাউন্টার আশপাশের এলাকা নিচু হয়ে পড়ে। মাঝেমধ্যেই বৃষ্টি হলে পানি জমে যায়। এতে করে স্টেশনের বুকিং কক্ষ, স্টেশন মাস্টারের কক্ষ, যাত্রীদের বিশ্রামাগার, গণশৌচাগার, টিকেট কাউন্টারসহ প্রায় সবগুলো কক্ষে বৃষ্টির পানি প্রবেশ করে।</p> <p>টিকেট ক্রয় করতে আসা কয়েকজন যাত্রী বলেন, ‘প্রায় হাঁটু পানিতে আধা ঘণ্টা দাঁড়িয়ে টিকেট ক্রয় করলাম। সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনে এমন অবস্থা নতুন নয়। একটু বৃষ্টি হলেই স্টেশন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।’</p> <p>জলাবদ্ধতার নিষ্কাশনের দাবি জানিয়ে সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনের পয়েন্টসম্যান ও বুকিংয়ের দ্বায়িত্বে থাকা ইলিয়াস মিয়া বলেন, যাত্রীদের দাঁড়ানো জায়গাতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্টেশনের কর্মকর্তা কর্মচারীদেরও সমস্যা হচ্ছে সেবা দিতে। যাত্রীদেরও পড়তে হচ্ছে চরম ভোগান্তির মধ্যে। কক্ষে পানি জমে থাকায় পায়ে ঘা হয়ে গেছে।</p> <p>উদ্বর্তন কর্তৃপক্ষের কাছে দ্রুত জলাবদ্ধতার নিষ্কাশনের দাবি জানিয়ে সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনে মাস্টার হাবিবুর রহমান রবিবার বিকালে কালের কণ্ঠকে বলেন, টানা কয়েক দিনের বৃষ্টিতে রেলওয়ে স্টেশন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক সময় জরুরি কাগজপত্র পানিতে পড়ে সেগুলো নষ্ট হয়ে যায়।</p>