<p>কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্ত থেকে ২৪০ রাউন্ড রাইফেলের গুলি, একটি রকেটবোমা, দুইটি গ্রেনেড ও একটি কম্পাসসহ মো. শফিউল আলম (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।</p> <p>শফিউল টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার মৃত সোলতান আহমদের ছেলে। রবিবার (২০ অক্টোবর) টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এই তথ্য জানান।</p> <p>তিনি আরো জানান, জালিয়াপাড়ার এক বাড়িতে আগ্নেয়াস্ত্রের গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি লুকিয়ে রাখার সংবাদ পেয়ে টেকনাফ ব্যাটালিয়নের একটি চোরাচালান টহলদল যায়। এক বাড়িতে তল্লাশির সময় সেখানে থাকা এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।</p> <p>আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে বলেন, আগ্নেয়াস্ত্রের গোলাবারুদ, গ্রেনেড, রকেটবোমা ও কম্পাস মিয়ানমার থেকে এনে নিজ হেফাজতে রাখেন তিনি।</p> <p>উদ্ধার হওয়া অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, গ্রেনেড, রকেটবোমা ও কম্পাসসহ আটক শফিউলকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।</p>