<p>টঙ্গীতে ২০ মামলার আসামি গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (২৫ অক্টোবর) টঙ্গী থানার মরকুন এলাকায় এ ঘটনা ঘটে।  </p> <p>গ্রেপ্তার ওই আসামির নাম ইব্রাহিম খলিল অপু (৩১)। তিনি টঙ্গীর মরকুন এলাকার মৃত ইমান আলীর ছেলে।</p> <p>পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আট গ্রেপ্তারি পরোয়ানা ও চলমান ২০ মামলার আসামি অপুকে গ্রেপ্তার করার সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এরপরও তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। গ্রেপ্তারের সময় দুই শতাধিক লোক পুলিশের ওপর হামলা করে পুলিশের ব্যবহৃত সিএনজি ভাঙচুর  চালায়। এ সময় তারা আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।</p> <p>এদিকে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানায় ডাকাতির ঘটনায় পূবাইল থানার মীরের বাজার এলাকা থেকে লোকমান ওরফে বিপ্লবের ছেলে মো. পারভেজকে (২৬) আটক করে টঙ্গী থানা পুলিশ। এ সময় ডাকাতি হওয়া একটি কাভার্ড ভ্যান ও গাড়িতে থাকা বিস্কুট ও বিভিন্ন মালামাল উদ্ধার করে পুলিশ। </p> <p>টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ওসি কায়সার আহমেদ কালের কণ্ঠকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।<br />  </p>