<p style="text-align:justify">গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘গণ-অভ্যুত্থানের পর দেশে নতুন ব্যক্তিত্ব ও নতুন রাজনীতি প্রয়োজন। সে লক্ষ্যে গণ অধিকার পরিষদ টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত কাজ করছে।’ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে কলাপাড়া প্রেস ক্লাব সংলগ্ন মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। </p> <p style="text-align:justify">নুরুল হক নুর বলেন, কলাপাড়ায় একাধিক তাপবিদ্যুৎ কেন্দ্র, পর্যটনকেন্দ্র কুয়াকাটা এবং দেশের তৃতীয় পায়রা সমুদ্র বন্দরকে কিভাবে বাণিজ্যিকভাবে গতিশীল করা যায়, সে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দেশে বিগত দিনে যারা ক্ষমতায় গেছে তারাই প্রশাসন ও আইনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় নেতাকর্মীদের সুযোগ সুবিধা দিয়েছে। সাধারণ নাগরিকরা সুবিধা পায়নি।</p> <p style="text-align:justify">তিনি বলেন, রাজার ছেলে রাজ, এমপির ছেলে এমপি, মেয়রের ছেলে মেয়র হবে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। গণ-অভ্যুত্থানে জীবন ও রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে, সে পরিবর্তনের সুফল গণমানুষের মাঝে পৌঁছে দিতে গণ অধিকার পরিষদ গঠন হয়েছে। সারা দেশে গণ অধিকারের গণজোয়ার শুরু হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="একটি নতুন বাংলাদেশ গড়তে চাই : নুর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730381576-29ae87945c5b840038b2a7ed5ebc9aee.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>একটি নতুন বাংলাদেশ গড়তে চাই : নুর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/10/31/1441236" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">নুর আরো বলেন, আগামী দু-এক বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণ অধিকার পরিষদ ৩০০ আসনেই অংশ নেবে।</p> <p style="text-align:justify">কলাপাড়া গণ পরিষদের উদ্যোগে ভিপি নুরুল হক নুরের গণসংবর্ধনায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ফাতিমা তাসনিম, শহিদুল ইসলাম ফাহিম, সহসভাপতি আবু হানিফ হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও আনিসুর রহমান মুন্না, প্রচার সম্পাদক শহীদুল ইসলাম, কৃষিবিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।</p> <p style="text-align:justify">সংবর্ধনা শেষে কলাপাড়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নুরুল হক নুর।</p>