সেবা নয়, অর্থ ও সম্পদ করাই নেশা ছিল বরগুনার শম্ভুর

মিজানুর রহমান, বরগুনা
মিজানুর রহমান, বরগুনা
শেয়ার
সেবা নয়, অর্থ ও সম্পদ করাই নেশা ছিল বরগুনার শম্ভুর
ধীরেন্দ্র দেবনাথ শম্ভু

বরগুনা-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর অর্থ ও সম্পদ করাই ছিল দুরন্ত নেশা। ১৫ বছরে তিনি ও তাঁর সহযোগীরা হয়েছেন বিত্তশালী। ১৯৯১ থেকে ২০২৩ সালে সাতবার তিনি মনোনয়ন পেয়ে পাঁচবারই হন সংসদ সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান।

জমি দখল : সদর উপজেলা পরিষদের সামনে জলাশয় ভরাট করে নতুন ভবন বানিয়েছেন শম্ভু। এলাকায় এটি সংসদ সদস্যের রংমহল হিসেবে পরিচিত। অভিযোগ আছে, জলাশয় ভরাট, রাস্তা নির্মাণ, ড্রেনেজ নির্মাণ ও ল্যাম্পপোস্ট স্থাপন করে দিয়েছে পৌরসভা। তাঁর ভবনের পাশে পুকুরের সৌন্দর্য বাড়াতে জেলা পরিষদ থেকে এক কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ নেন।

আরো পড়ুন

নগরের সেবক হতে চাই : মেয়র ডা. শাহাদাত

নগরের সেবক হতে চাই : মেয়র ডা. শাহাদাত

 

নিজস্ব ঠিকাদার দিয়ে করানো ওই টাকার কাজ হয়েছে নামমাত্র। ২০২২ সালে টিআর প্রকল্প দিয়ে ওই পুকুর খননের জন্য দুই লাখ ৩১ হাজার ৮৩৩ টাকা বরাদ্দও নেন।

কিভাবে নিলেন ওই জমি : ১৯৬১-৬২ সালে পানি উন্নয়ন বোর্ড বাঁধ নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করে। এর দুই পাশের জমি পাউবোর।

ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ২০০৯ সালে এমপি নির্বাচিত হলে তাঁর মায়ের মাধ্যমে ওই জমি ফেরত চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। পরে প্রভাব খাটিয়ে সম্পূর্ণ বেআইনি পন্থায় ওই জমি লিজ নিয়ে নিজের দখলে নেন।

আরো পড়ুন

আরো সতর্ক হওয়া উচিত : আবু আহমেদ

আরো সতর্ক হওয়া উচিত : আবু আহমেদ

 

বরগুনা টাউন হল ব্রিজ পার হয়ে উত্তরে গেলেই রাস্তার পূর্ব পাশে দেয়াল দিয়ে ঘেরা এমপি শম্ভু তাঁর নিজের নামে এক শতাংশ এবং দুই মেয়ের নামে ২০ শতাংশ জমি বিধান চন্দ্র শীল কাছ থেকে কিনেছেন। জমির সব টাকা বুঝে পেয়েছেন কি না জানতে চাইলে জমির মালিক বিধান চন্দ্র শীল বলেন, ‘মনে বড় কষ্ট।’

আমতলী পৌরসভার শেষ সীমান্তে চাওড়া মৌজায় ৫ শতাংশ জমি আমতলী পৌরসভার সাবেক মেয়র মতিয়ার রহমানের কাছ থেকে নামমাত্র দামে নিজ নামে কিনে নেন।

এ ছাড়া বরগুনার তালতলী উপজেলার ৪২ নম্বর বড় নিশানবাড়ি মৌজার ৪০৪ নম্বর খতিয়ানে নিদ্রা এলাকায় রয়েছে ১০ একরেরও বেশি জমি।

আরো পড়ুন

ব্যবসা খাতে অস্থিরতা, ব্যাংক থেকে আমানত তুলে নিচ্ছেন গ্রাহক

ব্যবসা খাতে অস্থিরতা, ব্যাংক থেকে আমানত তুলে নিচ্ছেন গ্রাহক

 

বরগুনার চালিতাতলী এলাকার ফারুক হোসেন বলেন, ‘তালতলী উপজেলার বড় নিশানবাড়িয়া মৌজার ১৫০ নম্বর খতিয়ানের জমি আমরা নিলামে কিনি। ২০২১-২২ সালের দিকে এমপি শম্ভু, তাঁর ছেলে সুনাম দেবনাথসহ তিনজনে প্রায় ১৪ একর জমির দলিল করেন। তাঁর এক উপজাতিকে দাঁড় করিয়ে এই জমির দলিল করে নেন।

সরকারি কর্মকর্তাকে মারধর : সরকারি কর্মকর্তারাও হয়রানির শিকার হতেন সংসদ সদস্যের কাছে। অভিযোগ রয়েছে, সংসদ সদস্য নিজে ফোন করে বিভিন্ন বিষয়ে তদবির করতেন, চাপ প্রয়োগ করতেন। তাঁর কথা না শুনলে ওই কর্মকর্তাকে বদলি করতে ঊর্ধ্বতনদের কাছে অভিযোগ দিতেন। ২০১৪ সালে বরগুনায় বাঁধ নির্মাণ ও সংস্কারে বিশ্বব্যাংকের নেওয়া ৩০০ কোটি টাকার একটি প্রকল্প ঘিরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল মালেককে জেলা প্রশাসকের কার্যালয়ে কিল-ঘুষি মারেন সংসদ সদস্য।

বিভিন্ন পদে স্বজনরা : সংসদ সদস্যের স্ত্রী মাধবী দেবনাথ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। একমাত্র ছেলে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক। ছেলের চাচাশ্বশুর সুবল তালুকদার জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক।

ঘুষ বাণিজ্য : নিয়োগ, মনোনয়ন, নির্বাচন, উন্নয়ন, নলকূপ বরাদ্দ, টিআর, কাবিখা—হেন কোনো খাত নেই, যেখান থেকে টাকা খাননি শম্ভু। বেশি টাকা পেলে কম টাকার প্রার্থীকে ভুলে যেতেন অনায়াসে। আছে দখল, মারধর, পারিবারিকীকরণের অভিযোগও। ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগ তাঁর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির ২৪টি অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে। ওই সংবাদ সম্মেলন থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে সংসদ সদস্য শম্ভুকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

আরো পড়ুন

বিভ্রান্ত করে এমন তথ্য নয় : ইফতেখারুজ্জামান

বিভ্রান্ত করে এমন তথ্য নয় : ইফতেখারুজ্জামান

 

হলফনামা : ১৫ বছরে সংসদ সদস্য শম্ভুর ব্যক্তিগত আয় বেড়েছে ২৬ গুণ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্থাবর ও অস্থাবর সম্পত্তি। এর মধ্যে স্থাবর সম্পদ বেড়েছে প্রায় ছয় গুণ এবং অস্থাবর সম্পদ বেড়েছে প্রায় ২৬ গুণ। ২০০৮, ২০১৪, ২০১৮ ও সব শেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।

যেভাবে আয় বাড়ল : ২০০৮ সালে দাখিল করা হলফনামায় আইন পেশা থেকে ব্যক্তিগত আয় দেখানো হয় দুই লাখ ১০ হাজার টাকা। ২০১৪ সালে দাখিল করা হলফনামায় ব্যক্তিগত আয় দেখানো হয় ২৪ লাখ ৮১ হাজার ৮৩৬ টাকা। এখানে আইন পেশার পাশাপাশি আয়ের খাত হিসেবে দেখানো হয়েছে সঞ্চয়পত্রের সুদ, পরামর্শক ও এমপি হিসেবে সম্মানী ভাতা। ২০১৮ সালে আইন পেশা পরিবর্তিত হয়ে রূপ নেয় ব্যবসায়। তবে তখনো দায়িত্ব পালন করেন পরামর্শক হিসেবে।

আয় দাঁড়ায় দ্বিগুণের কাছাকাছি। এই সময় হলফনামায় ব্যবসা, পরামর্শক, সঞ্চয়পত্র ও এমপির সম্মানী হিসেবে ব্যক্তিগত আয় দেখানো হয় ৪৫ লাখ ১৫ হাজার ৫৩৮ টাকা। সব শেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামা অনুযায়ী আইন পেশা, ব্যাংক সুদ ও এমপির সম্মানী থেকে আয় দেখানো হয়েছে ৫৫ লাখ ৩৮ হাজার ১৩১ টাকা। নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা অনুযায়ী সংসদ সদস্য শম্ভুর ব্যক্তিগত আয় বেড়েছে ২৬ গুণের বেশি।

শুধু ব্যক্তিগত আয়েই থেমে যায়নি সংসদ সদস্য শম্ভুর সম্পদের চাকা। টানা তিন মেয়াদে ক্ষমতায় আসীন হয়ে বাড়িয়েছেন স্থাবর ও অবস্থাবর সম্পদ। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় অস্থাবর সম্পদ হিসেবে দেখিয়েছেন নগদ নিজ নামে দুই লাখ ও স্ত্রীর নামে ২৫ হাজার টাকা। ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ নিজ নামে তিন কোটি ৩০ লাখ ৮০ হাজার ৩৯২ টাকা ও স্ত্রীর নামে ১৫ লাখ ৮৩ হাজার ৭১৪ টাকা।

আরো পড়ুন

খাদ্য মজুদের বড় প্রস্তুতি মন্ত্রণালয়ের, সংগ্রহ হবে বেশি দরে

খাদ্য মজুদের বড় প্রস্তুতি মন্ত্রণালয়ের, সংগ্রহ হবে বেশি দরে

 

সঞ্চয়পত্র ও স্থায়ী আমানতে বিনিয়োগ নিজ নামে ৬৭ লাখ ৪৭ হাজার ৯৪৭ টাকা ও স্ত্রীর নামে ৭৬ লাখ ২৪ হাজার ৫১৪ টাকা। তবে একমাত্র ছেলে সুনাম দেবনাথের কোনো আয় বা সম্পদের তথ্য দুটি নির্বাচনের কোনো হলফনামায়ই উল্লেখ করা হয়নি। এ ছাড়া এমপি শম্ভুর আমতলা সড়কে একটি, বরগুনা সদর রোডে উপজেলা পরিষদ সংলগ্নে একটি বাড়ি, মহাসড়ক এলাকায় জমি, আমতলীতে চাওড়া মৌজায় ৫ শতাংশ এবং তালতলী উপজেলায় প্রায় ১৮ একর জমি থাকলেও হলফনামায় এসব বাড়ির কোনো তথ্য দেননি।

৫ আগস্টের আগে থেকেই তিনি ঢাকায় থাকতেন। এরপর থেকে তাঁকে আর দেখা যায়নি। এসব বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাঁকে।

মন্তব্য

সম্পর্কিত খবর

জানখুর-দশলাল মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জানখুর-দশলাল মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ
সংগৃহীত ছবি

জানখুর-দশলাল মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের জানখুর পাড়ায় ৫০ পরিবারের মাঝে এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় ফাউন্ডেশনের সভাপতি নাজমুস সাকিব খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিব সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখাহার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিসেস মৌলুদা মন্ডল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আব্দুর রশিদ ।

এ ছাড়া ফাউন্ডেশনের উপদেষ্টা ফরিদুল ইসলাম তারা মন্ডল, উপদেষ্টামণ্ডলীর সদস্য মাহবুবুর রহমান সাজু মন্ডল ও মফিদুল ইসলাম পারভেজ মন্ডল উপস্থিত ছিলেন।

ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি গোলাপ মন্ডল, সহ-সভাপতি মাসুম পারভেজ সরকার, সহ-সভাপতি মেহেরুল ইসলাম, সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, সহ-সভাপতি রিমন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আরশাদ রহমান শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক আমানুর রহমান আমান, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাব্বি।

সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আলম সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মোজাইদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদ হাসান, অর্থ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সহ অর্থ বিষয়ক সম্পাদক শাফিউল ইসলামসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

মন্তব্য

চুরি-ছিনতাই অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে : র‍্যাব

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
চুরি-ছিনতাই অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে : র‍্যাব
সংগৃহীত ছবি

চুরি-ছিনতাই অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, ঈদে ঘরমুখো মানুষ যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেই জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে র‍্যাব।

শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাদ্দাম মার্কেট এলাকায় চেকপোস্ট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি কার্যক্রম পর্যবেক্ষণ শেষে এসব তথ্য জানান তিনি। 

আরো পড়ুন
জয়পুরহাটে বিএনপি নেতাদের বিরুদ্ধে ইফতার মাহফিল পণ্ডের অভিযোগ

জয়পুরহাটে বিএনপি নেতাদের বিরুদ্ধে ইফতার মাহফিল পণ্ডের অভিযোগ

তিনি বলেন, পুরো রমজান মাস জুড়েই র‍্যাব তৎপর ছিল, এই কার্যক্রম ও চেকপোস্ট ঈদ পরবর্তী সময়ে অব্যাহত থাকবে। বিশেষ করে ঈদের পর বিনোদন কেন্দ্রগুলোতে নারী ও শিশুদের একটা ভিড় থাকে সেই সময়ও যেন অপরাধীরা কোনো অপরাধ তৎপরতা পরিচালনা করতে না পারে, প্রতিটি বিনোদন কেন্দ্রে সজাগ দৃষ্টি রাখছে র‍্যাব।

 

র‍্যাব মহাপরিচালক বলেন, ঈদসহ যেকোনো উৎসবে এলেই অপরাধীরা তৎপর হয়ে ওঠে। অপরাধ তৎপরতা রোধে এলিট ফোর্স র‍্যাব সবসময়ই কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক দেশের বিভিন্ন জায়গায় সড়ক মহাসড়কে টহল ও চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম করে আসছে। 

র‍্যাব মহাপরিচালক আরো বলেন, পুরো রমজান মাসজুড়ে অনেক অপরাধীকে র‍্যাব আইনের আওতায় নিয়ে এসেছে।

যে কারণে এবার ঈদ মৌসুমে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কসহ তেমন ছিনতাই চুরি ডাকাতির ঘটনা ঘটেনি। ঈদের আগে এবং পরে একইভাবে র‍্যাব ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা সিলেট মহাসড়কসহ সব জায়গায় তাদেরই তল্লাশি কার্যক্রম অব্যাহত রাখবে। 

আরো পড়ুন
কুমিল্লায় ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে গ্রেপ্তার ২

কুমিল্লায় ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে গ্রেপ্তার ২

এ সময় র‍্যাব ১১-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

জয়পুরহাটে বিএনপি নেতাদের বিরুদ্ধে ইফতার মাহফিল পণ্ডের অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট প্রতিনিধি
শেয়ার
জয়পুরহাটে বিএনপি নেতাদের বিরুদ্ধে ইফতার মাহফিল পণ্ডের অভিযোগ
ছবি: কালের কণ্ঠ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখার আয়োজিত ইফতার মাহফিল পণ্ড করার অভিযোগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) পাঁচবিবি পৌর শহরের দানেজপুর মহল্লার সোহেল রানা বাদী হয়ে এই মামলা করেন। 

আসামিরা হলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি মো. ডালিম হোসেন (৫৫), জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন (৩৭) ও পাঁচবিবি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল আপেলকে (৩৬) আসামি করা হয়। এ ছাড়া ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

আরো পড়ুন
সুনামগঞ্জে নৌকা ডুবে ৫ জনের মৃত্যু

সুনামগঞ্জে নৌকা ডুবে ৫ জনের মৃত্যু

শিখা বলেন, ‘আমার সংগঠন ‘শিখা ট্রাস্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শনিবার খুব বড় পরিসরে একটি ইফতার মাহফিলের আয়োজন করতে চেয়েছিলাম। শুক্রবার দানেজপুর ডিগ্রি কলেজ মাঠে ডেকোরেশন করে রান্নার আয়োজন চলছিল। রাত সাড়ে ১০টার দিকে ডালিমের নেতৃত্বে শামীম, উপজেলা ছাত্রদলের ফয়সালসহ বিপুল সংখ্যক লোকজন অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে দেখভালের দায়িত্বে থাকা ফারুক হোসেনকে মারধর করেন। পরে ডেকোরেটরের জিনিসপত্র ভাঙচুর করে তাতে আগুন ধরে দেন তারা।

 

তিনি আরো বলেন, এ সময় পাঁচটি গরু, একটি জবাই করা গরুর মাংস, তেল ও মসলা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ডালিম হোসেন বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে পাঁচবিবির নিহত ছাত্র বিশাল হত্যা মামলার আসামি শিখা গোপনে ইফতার পার্টি করতে চেয়েছিলেন। এটি জানার পর বিক্ষুব্ধ লোকজন মিছিল নিয়ে শুক্রবার রাতে ইফতার মাহফিলের আয়োজন পণ্ড করে দিয়েছে।

এ সময় আমি ছিলাম না। তারপরও আমাকেসহ বিএনপির নেতাদের আসামি করা হয়েছে।'

আরো পড়ুন
কুমিল্লায় ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে গ্রেপ্তার ২

কুমিল্লায় ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে গ্রেপ্তার ২

শামীম বলেন, শিখা বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ দুটি মামলার আসামি। তিনি গোপনে ইফতার মাহফিলের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করছিলেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, এ ঘটনায় বিএনপির তিন নেতাসহ অজ্ঞাত ১৫০-২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

পুলিশ দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো পড়ুন
প্রায় শতভাগ কারখানার বেতন-বোনাস পরিশোধ

প্রায় শতভাগ কারখানার বেতন-বোনাস পরিশোধ

মন্তব্য

কুমিল্লায় ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে গ্রেপ্তার ২

জেলা প্রতিনিধি, কুমিল্লা
জেলা প্রতিনিধি, কুমিল্লা
শেয়ার
কুমিল্লায় ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে গ্রেপ্তার ২
সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে যৌথ বা‌হিনী। শনিবার (২৯ মার্চ) কুমিল্লা সদর উপজেলার টিপরা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার মাছুম বিল্লাহর ছেলে সাইদুল বাশার অমিক (২৩) এবং বুড়িচং উপজেলার ফরিজপুর গ্রামের মৃত সার্জেন্ট (অব.) মীর ইউনুসের ছেলে মীর সাজ্জাদ (২১)।

আরো পড়ুন
বুড়িচংয়ে ১৪ দোকান পুড়ে ছাই, নিঃস্ব ব্যবসায়ীরা

বুড়িচংয়ে ১৪ দোকান পুড়ে ছাই, নিঃস্ব ব্যবসায়ীরা

কুমিল্লা কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টিপরা বাজার এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গু‌লি বর্ষণের অভিযোগ রয়েছে। 

তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে দুটি অস্ত্র মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।

আরো পড়ুন
সুনামগঞ্জে নৌকা ডুবে ৫ জনের মৃত্যু

সুনামগঞ্জে নৌকা ডুবে ৫ জনের মৃত্যু

মন্তব্য

সর্বশেষ সংবাদ