<p>সিলেটের জৈন্তাপুর উপজেলার ভারত সীমান্তে খাসিয়ার গুলিতে জমির আহমদ (২৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার সীমান্তবর্তী টিপরাখলা-ঘিলাতৈল এলাকার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।</p> <p>নিহত জমির জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মন্নানের ছেলে।</p> <p>স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ১২৮৬-১২৮৭ টিপরাখলা-ঘিলাতৈল এলাকার মধ্যবর্তী স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় খাসিয়ার ছোড়া ছররা গুলিতে জমির আহত হন। স্থানীয়রা উদ্ধার করে করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছিটাগুলির চিহ্ন রয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাল আওয়ামী লীগ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730894333-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাল আওয়ামী লীগ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/06/1443487" target="_blank"> </a></div> </div> <p>নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে জৈন্তাপুর সীমান্তের ১২৮৪ হতে ১২৯৪ পর্যন্ত এলাকা দিয়ে দিনরাত ভারতীয় পণ্যসামগ্রী আনতে বাংলাদেশি যুবকরা অনুপ্রবেশ করছেন। এতে ভারতীয় খাসিয়াদের পান- সুপারি জুম নষ্ট হচ্ছে অভিযোগে খাসিয়ারা প্রায়ই অনুপ্রবেশকারীদের তাড়া করেন। একইভাবে সীমান্তে পণ্য আনতে গিয়ে জুম ক্ষেতের ক্ষতি করার কারণে খাসিয়ারা গুলি চালাতে পারেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="খালেদ মুহিউদ্দীনের ওপর ক্ষোভ প্রকাশ হাসনাত-সারজিসের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730892216-5f85fad43ba37e967d9793d5c2b3ff88.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>খালেদ মুহিউদ্দীনের ওপর ক্ষোভ প্রকাশ হাসনাত-সারজিসের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/06/1443475" target="_blank"> </a></div> </div> <p>এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘সংবাদ পেয়ে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রস্তুত করা হচ্ছে।’ কী কারণে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।</p>