<p>বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন বলেছেন, ৫ আগস্টের পর পতিত স্বৈরাচারের দোসররা বিভিন্নভাবে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করেছিল; যা ছাত্র-জনতা ব্যর্থ করে দিয়েছে। ট্রাম্প কার্ড খেলতে খেলতে কার্ড শেষ হয়ে যাবে, কিন্তু শেখ হাসিনা রাজনীতির মাঠে ফিরতে পারবেন না।</p> <p>শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহে জেলা জামায়াতের সদস্য সম্মেলন ও নবনির্বাচিত আমিরের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <p>তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পরে মানুষের মধ্যে শোষণহীন, সমৃদ্ধ একটি দেশের আকাঙ্ক্ষা জন্মেছে। সে কারণে সৎ, দক্ষ ও যোগ্য দেশপ্রেমিক নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তন করতে হবে। দেশের মানুষ একটি কল্যাণময় ইনসাফভিত্তিক রাষ্ট্র চায়। যেটি দেওয়ার সক্ষমতা একমাত্র জামায়াতে ইসলামীর রয়েছে। জামায়াতের আমিরের বিভিন্ন সমাবেশে দেশের মানুষ তাদের আস্থার কথা জানিয়েছে।</p> <p>তিনি বলেন, ‘বিভিন্নভাবে জাতি আমাদের ওপর ভরসা রাখার কথা বলছে। আমরা সে ভরসা রক্ষা করতে না পারলে জাতি আবারও অন্ধকারে নিমজ্জিত হবে। ন্যায়, ইনসাফভিত্তিক সমাজ কায়েম ছাড়া দুনিয়ায় প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব না।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘শেখ হাসিনা নেত্রী হয়ে নয়, আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াতে দেশে ফিরে আসবেন’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730986194-76997dc1310c1a009b2c2470269bbe34.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘শেখ হাসিনা নেত্রী হয়ে নয়, আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াতে দেশে ফিরে আসবেন’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/07/1443943" target="_blank"> </a></div> </div> <p>নবনির্বাচিত আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আজীজুর রহমান, টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস প্রমুখ।</p> <p>অনুষ্ঠানে ২০২৫-২৬ সেশনে যশোর জেলা জামায়াতের নির্বাচিত আমির অধ্যাপক গোলাম রসুলকে শপথ পাঠ করান প্রধান অতিথি মোবারক হোসেন।</p>