<p>সাভারের হেমায়েতপুর এলাকায় এশিয়ান অয়েলস লিমিটেড নামে একটি অনুমোদনহীন মবিল রিফাইন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানাটির একটি সেড ও ভেতরে থাকা অন্যান্য মালামাল পুড়ে গেছে।</p> <p>আজ রবিবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে হেমায়েতপুর জয়নাবাড়ি বেপারীপাড়া এলাকায় অবস্থিত এশিয়ান অয়েলস লিমিটেড কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="২৭ ঘণ্টা ধরে মহাসড়কে শ্রমিকদের অবরোধ, যানজটে স্থবির গাজীপুর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/10/1731222889-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>২৭ ঘণ্টা ধরে মহাসড়কে শ্রমিকদের অবরোধ, যানজটে স্থবির গাজীপুর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/10/1444927" target="_blank"> </a></div> </div> <p>ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, আবাসিক এলাকায় অনুমোদনহীন এই কারখানাটিতে এর আগেও একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানা কর্তৃপক্ষকে এই বিষয়ে বারবার পদক্ষেপ গ্রহণ করতে বলা হলেও তারা কোনো কিছুই তোয়াক্কা না করে জমির মালিকের ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধ কারখানাটি পরিচালনা করে আসছিলেন।</p> <p>এদিকে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলেও কারখানা কর্তৃপক্ষ ও জমির মালিকের লোকজন সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন। স্থানীয়দের দাবি, অবিলম্বে কারখানাটি বন্ধ করে দেওয়া হোক।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বেনাপোল বন্দর দিয়ে পাসপোর্টযাত্রী পারাপার অর্ধেকের নিচে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/10/1731214941-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বেনাপোল বন্দর দিয়ে পাসপোর্টযাত্রী পারাপার অর্ধেকের নিচে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/10/1444894" target="_blank"> </a></div> </div> <p>এশিয়ান অয়েলস লিমিটেড কারখানার অ্যাকাউন্টস ম্যানেজার মো. মইনুল ইসলাম বলেন, ‘এখানে জ্বালানি কাজে এক ধরনের আরপিও ব্যবহার করা হয়। ড্রাম অতিরিক্ত গরমে বিস্ফোরিত হয়ে টিনের সঙ্গে আগুন লেগে যায়। এ ছাড়া আগুনের ক্ষয়ক্ষতির বিষয়টি হিসাব না করে বলা সম্ভব নয়।’ </p> <p>সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম বলেন, ‘দুপুর ১২টা ২০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে এই কারখানায় এর আগেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আমরা তাদেরকে সতর্ক করেছিলাম। কিন্তু তারা কোনো নির্দেশনা না মেনে আবাসিক এলাকায় এ ধরনের কারখানা পরিচালনা করছেন। আমরা বিষয়টি নিয়ে লিখব, যাতে এখান থেকে কারখানাটি সরিয়ে দেওয়া হয়।’ এ ছাড়া আগুনে ক্ষয়ক্ষতি এবং আগুন লাগার কারণ সম্পর্কে জানতে চাইলে বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে জানান এই কর্মকর্তা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বন্ধুকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে বাড়ি ফেরা হলো না ৩ বন্ধুর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/10/1731218470-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বন্ধুকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে বাড়ি ফেরা হলো না ৩ বন্ধুর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/10/1444905" target="_blank"> </a></div> </div>