<p>চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি ও  নাশকতাকারী নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক হাসান ইমামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।</p> <p>গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পটিয়া পৌর সদরের সবুর রোড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হাসান ইমাম পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকার আহমদ উল্লাহর ছেলে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চাকরিচ্যুত পুলিশ সদস্য পোশাক পরে যানবাহন থেকে নিচ্ছিলেন টাকা!" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/20/1734672194-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চাকরিচ্যুত পুলিশ সদস্য পোশাক পরে যানবাহন থেকে নিচ্ছিলেন টাকা!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/20/1459435" target="_blank"> </a></div> </div> <p>পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা হাসান ইমাম পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা-গুলি চালানোর নাশকতাকারী। তার বিরুদ্ধে পটিয়া থানায় হত্যাচেষ্টা মামলাসহ একাধিক মামলা রয়েছে।</p> <p>পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ‘গ্রেপ্তারকৃত হাসান ইমাম পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি, হামলা ও ভাঙচুরের মূল নাশকতাকারী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন, সম্প্রতি প্রকাশ্যে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।’</p>